অস্বচ্ছল ইমাম-মুয়াজ্জিনদের সুখবর দিলেন তারেক রহমান
আর্থিক টানাপোড়েনে থাকা ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেয়ার পরিকল্পনা আছে বিএনপির বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তিনি বলেন, সমাজ সংস্কারের ভূমিকা পালনকারী ইমাম, খতিব ও মুয়াজ্জিনদের মধ্যে যারা আর্থিকভাবে পিছিয়ে রয়েছেন, তাদের অবশ্যই আর্থিক সহায়তা প্রদান করা রাষ্ট্রের দায়িত্ব বলে বিএনপি মনে করে। এমন বাস্তবতায় যারা আর্থিক টানাপোড়েনে রয়েছেন, তাদের প্রতিমাসে রাষ্ট্রীয় তহবিল থেকে নির্দিষ্ট পরিমাণ সম্মানী দেয়ার পরিকল্পনা রয়েছে বিএনপির।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় ইমাম ও খতিব সম্মেলনে তিনি একথা বলেন।
তারেক রহমান বলেন, আগামীর নির্বাচনে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে, ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেয়ার পরিকল্পনা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। একইসঙ্গে তাদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টকে শক্তিশালী করে আরও বহুমুখী প্রকল্প গ্রহণ করার পরিকল্পনা রয়েছে তাদের।
তিনি আরও বলেন, লাখ লাখ ইমাম-খতিব এবং মুয়াজ্জিনদের রাষ্ট্রীয় কর্মকাণ্ডের বাইরে রেখে কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়।
তাই ইনসাফভিত্তিক দেশ গড়তে আগামী নির্বাচনে সকল ইমাম, খতিব ও মুয়াজ্জিনদের দোয়া ও সমর্থনের আহ্বান জানান তিনি।
শাপলা চত্বরে হানাদার বাহিনীর মতো ক্র্যাকডাউন চালানো হয়েছিল উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, গণহত্যার প্রতিবাদে ও হেফাজতের সমর্থনে তখন বিএনপি সারা দেশে হরতালসহ বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করেছিল।
