হাসপাতালে খালেদা জিয়া

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক ঢাকা
প্রকাশিত:২৩ নভেম্বর ২০২৫, ০৭:১৪ পিএম
হাসপাতালে খালেদা জিয়া
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন। রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যায় দলটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, সন্ধ্যা ৬টার দিকে গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে তিনি হাসপাতালে রওনা হন।

নিয়মিত কিছু শারীরিক জটিলতার ফলোআপ চেকআপ করতেই তাকে হাসপাতালে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বিগত কয়েক বছর ধরে লিভারসহ নানা জটিল অসুস্থতায় ভুগছেন খালেদা জিয়া।

দলীয় নেতাদের ভাষ্য, হঠাৎ করে শারীরিক অবস্থার পরিবর্তন না হলেও নিয়মিত স্বাস্থ্য চেকআপের অংশ হিসেবেই হাসপাতালে গেছেন তিনি। এভারকেয়ারে পৌঁছানোর পর চিকিৎসকেরা তার প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করবেন বলেও জানা গেছে।