মাত্র দেড় মাসের প্রেম, কাকে বিয়ে করলেন মম

Bangla Post Desk
বিনোদন ডেস্ক
প্রকাশিত:২৩ নভেম্বর ২০২৫, ০৯:০৪ পিএম
মাত্র দেড় মাসের প্রেম, কাকে বিয়ে করলেন মম
অভিনেত্রী মাইমুনা ফেরদৌস মম। ছবি- সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মাইমুনা ফেরদৌস মম চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক রাফায়েল আহসানকে বিয়ে করেছেন।

শুক্রবার (২১ নভেম্বর) ঢাকার ধানমণ্ডির একটি রেস্টুরেন্টে দুই পরিবারের ঘনিষ্ঠজনদের নিয়ে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

জানা যায়, রাফায়েল ও মমর পরিচয় দেড় বছরের। তবে মাত্র দেড় মাস প্রেমের সম্পর্কে থাকার পরই বিয়ের সিদ্ধান্ত নেন তারা।

মাইমুনা মম বলেন, ‘রাফায়েলের সততা আমাকে মুগ্ধ করেছে। কথাবার্তায় কোনো রাখঢাক রাখে না, সে খুবই স্ট্রেট ফরোয়ার্ড। সবচেয়ে দারুণ বিষয়, শেষ মুহূর্তে পরিকল্পনা বদল করে নতুন কোনো পরিকল্পনা করে ফেলা।’ 

মমকে বিয়ে প্রসঙ্গে রাফায়েল বললেন, ‘মমর সরলতা আমাকে মুগ্ধ করেছে। আমার কাছে মনে হয়, খুব সহজেই ওকে সবার কাছ থেকে আলাদা করা যায়। তাই মনে হয়েছে, ওকে নিয়ে আগামী জীবনের পথচলাটা আমার জন্য সহজ ও সুন্দর হবে। তাই আমাদের এই বিয়ের সিদ্ধান্ত।’

অভিনয়ের আগে ছয় বছর রেডিওতে ‘কথাবন্ধু’ হিসেবে কাজ করেছেন মম।

তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো ‘আজব কারখানা’ (পরমব্রতর সঙ্গে) এবং মুক্তির দিক দিয়ে প্রথম চলচ্চিত্র ‘কাগজ’।

অন্যদিকে, রাফায়েল আহসান ‘নয়ছয়’ সিনেমা নির্মাণ করেছেন এবং ‘ইন্টার্নশিপ’, ‘পেট কাটা ষ’, ‘দৌড়’, ‘আগস্ট ১৪’-এর মতো প্রযোজনাগুলোর সঙ্গে যুক্ত আছেন।