‘কুরআনের সমাজ কায়েম ছাড়া দেশে শান্তি ফিরবে না’
মহাগ্রন্থ আল-কুরআনের সমাজ কায়েম না হলে দেশে শান্তি ফিরবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, প্রচলিত কোনো তন্ত্রমন্ত্র দিয়ে দেশে শান্তি ফেরানো যাবে না।
রোববার (২৩ নভেম্বর) বিকালে রাজধানীর শেরেবাংলা নগরে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সম্মিলিত ইমাম-খতিব জাতীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির বলেন, ইমামদের নেতৃত্বে একটি সোনালি সমাজ প্রতিষ্ঠিত হবে। এদেশে কুরআনের আইন চলবে, নয়তো মানবিক সমাজ কায়েম হবে না। মসজিদ কমিটি হবে খতিব এবং ইমামদের পরামর্শে। খতিব এবং ইমামগণ কারো করুণার পাত্র হতে পারে না।
তিনি বলেন, মসজিদে যিনি ইমামতি করেন, তিনি যখন সমাজেরও ইমাম হবেন তখন সত্যিকারের মুক্তি আসবে। এদেশে কুরআনের সমাজ কায়েম না হলে শান্তি ফিরবে না। প্রচলিত কোনো তন্ত্রমন্ত্র দিয়ে শান্তি ফিরবে না। নবীজী (স.) এর দেখানো পথে ফিরে যেতে হবে।
এ সময় তিনি উপস্থিত ইমাম ও খতিবদের উদ্দেশ করে বলেন, আমরা যখন জন্মগ্রহণ করি তখন আপনারা আমাদের ইমাম, আমরা যখন মৃত্যুবরণ করি তখনও আপনারা আমাদের ইমাম। তাই সমাজের ফয়সালা মসজিদের মিম্বার থেকেই আসা উচিত।
