শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান, সুনামি সতর্কতা

Bangla Post Desk
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত:০৮ ডিসেম্বর ২০২৫, ০৯:২২ পিএম
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান, সুনামি সতর্কতা
ছবি- সংগৃহীত

জাপানের উত্তর-পূর্ব অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৬

স্থানীয় সময় সোমবার (৮ ডিসেম্বর) রাত ১১টা ১৫ মিনিটে এই ভূমিকম্পটি আঘাত হানে

জাপানের আবহাওয়া অধিদপ্তর (জেএমএ) জানিয়েছে, এই ভূমিকম্পের জন্য আগাম সতর্কতা জারি করা হয়েছিল।

জানা গেছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল অওমোরি প্রদেশের উপকূলীয় এলাকায়। আর এর উৎস ছিল ৫০ কিলোমিটার গভীরে।

প্রাথমিকভাবে এর মাত্রা ৭ দশমিক ৬ হিসেবে নির্ধারণ করা হয়েছে। তবে জাপানি ভূমিকম্প পরিমাপক সিসমিক ইনটেন্সিটি স্কেলে এর তীব্রতা ছিল আপার ৬, যেখানে সর্বোচ্চ স্কেল ৭।

এই শক্তিশালী ভূমিকম্পের পরপরই জাপানের হোক্কাইডো, অওমোরি ও ইওয়াতে প্রদেশের প্রশান্ত মহাসাগরীয় উপকূলীয় অঞ্চলগুলোতে সুনামি সতর্কতা জারি করা হয়।