বুধবার বিটিভি ও বেতারকে ডেকেছে ইসি

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:০৮ ডিসেম্বর ২০২৫, ০৪:৫০ পিএম
বুধবার বিটিভি ও বেতারকে ডেকেছে ইসি
ফাইল ছবি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা ও প্রচারের জন্য বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বেতারকে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করতে ডাকছে নির্বাচন কমিশন। এ ভাষণ বুধবার রেকর্ড করা হবে বলে জানিয়েছে ইসি।
 
সোমবার (৮ ডিসেম্বর) বিটিভি ও বেতারকে এ সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে।
 
ইসি সচিব আখতার আহমেদ বলেন, প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের ভাষণ রেকর্ডের জন্য বিটিভি ও বেতারকে ১০ তারিখে ডাকা হয়েছে। তবে কোন সময় রেকর্ড হবে তা কমিশন জানিয়ে দেবেন।
 
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, বিটিভি ও বেতারকে চিঠি দিচ্ছে ইসি সচিবালয়। ভাষণের মাধ্যমে তফসিল হবে। ১০ ডিসেম্বর হতে পারে। আর তো সময় নেই, ১১ ডিসেম্বরের মধ্যে তফসিল দিতে হবে।
 
বিপি/আইএইচ