হুট করেই মেট্রোরেলের সব কর্মীর ছুটি বাতিল

Staff Reporter
বাংলা পোস্ট প্রতিবেদক ঢাকা
প্রকাশিত:১০ নভেম্বর ২০২৫, ০৯:০৩ এএম
হুট করেই মেট্রোরেলের সব কর্মীর ছুটি বাতিল
ফাইল ছবি

মেট্রোরেলের সকল কর্মকর্তা ও কর্মচারীর ছুটি পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বাতিল করে আদেশ জারি করেছে মেট্রোরেল নির্মাণ ও পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল)। সাম্প্রতিক সময়কার চলমান আন্দোলন ও নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নিয়েছে ডিএমটিসিএল।

রোববার (৯ নভেম্বর) ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

অফিস আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ডিএমটিসিএলের মেট্রোরেল ভবন, ডিপো এলাকা, বিভিন্ন স্টেশন, প্রকল্প এবং সংশ্লিষ্ট স্থাপনায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের ছুটি বাতিল থাকবে।

আদেশে ছুটি বাতিলের কারণ উল্লেখ করা হয়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক মেট্রোর একজন কর্তা বাংলাপোস্টকে নিশ্চিত করেছেন যে নিরাপত্তাজনিত কারণেই বাতিল করা হয়েছে সবার ছুটি।

তিনি বলেন, ‘নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। মেট্রোরেলের সব কাঠামোর জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনা, সে কারণেই বাড়তি সতর্কতা। দুটি চিঠি ইস্যু করা হয়েছে, একটি বিশেষ নিরাপত্তা টিমের জন্য, আরেকটি সব কর্মীদের জন্য।’