ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’

Bangla Post Desk
বাংলা পোস্ট ডেস্ক
প্রকাশিত:১০ নভেম্বর ২০২৫, ০৯:৩৭ এএম
ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’
ফাইল ছবি

সবচেয়ে দূষিত বায়ুর শহরের তালিকায় তিন নম্বরে উঠে এসেছে ঢাকা। সুইজারল্যান্ড ভিত্তিক বায়ুমান বিষয় ওয়েবসাইট আইকিউএয়ারের সোমবার (১০ নভেম্বর) সকালের হালনাগাদকৃত তথ্য এমনটাই দেখা যায়।

আইকিউএয়ারে দেয়া তথ্য অনুযায়ী বাংলাদেশের বর্তমান বায়ুমান ২৫৮। যা কি না খুবই অস্বাস্থ্যকর।

বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ প্রথম স্থানে রয়েছে ভারতের নয়া দিল্লি, স্কোর ৬৪৯, দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, স্কোর ৩৫৬, চতুর্থ স্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২২৪, পঞ্চম স্থানে রয়েছে বসনিয়ার সারাজেভো, স্কোর ১৮৪।

আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, বায়ুমানের স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। আর ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।

১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।