প্রাথমিক শিক্ষকদের বেতন ২ গ্রেড বাড়ানোর প্রস্তাব

Staff Reporter
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:১০ নভেম্বর ২০২৫, ০৯:৫০ এএম
প্রাথমিক শিক্ষকদের বেতন ২ গ্রেড বাড়ানোর প্রস্তাব
ছবি : সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন দুই গ্রেড বাড়িয়ে ১১তম গ্রেডে উন্নতির প্রস্তাবনা পাঠিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

প্রস্তাবে বলা হয়েছে, বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কাজের পরিমাণ ও গুণগত মান আগের তুলনায় অনেক বেড়েছে। পাশাপাশি প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে উন্নীত করার বিষয়ে সংশ্লিষ্টদের সম্মতি থাকায় সহকারী শিক্ষকদের বেতন ১১তম গ্রেডে উন্নীত করা যৌক্তিক।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ৪ নভেম্বর মন্ত্রিপরিষদ বিভাগে লিখিতভাবে প্রস্তাব পাঠানো হয়েছে। এর আগে একই প্রস্তাব অর্থ বিভাগেও পাঠানো হয়। অর্থ বিভাগ ও মন্ত্রী পরিষদ বিভাগের অনুমোদন সাপেক্ষে এটি বাস্তবায়ন হবে।

বর্তমানে সহকারী শিক্ষকরা ১৩তম গ্রেডে বেতন পান। বেতম কাঠামো দশম গ্রেডে উন্নিত করার দাবিতে গেল কিছুদিন ধরেই তারা চালিয়ে আসছেন আন্দোলন।