শিক্ষকদের কর্মবিরতি স্থগিত, আজ থেকে শুরু ক্লাস
তিন দফা দাবিতে প্রাথমিকের সহকারী শিক্ষকদের ডাকা কর্মবিরতি স্থগিত করা হয়েছে। রোববার (৯ নভেম্বর) রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তিতে পাঠিয়ে এ তথ্য জানানো হয়েছে।
কর্মবিরতি স্থগিত করায় আজ (১০ নভেম্বর) থেকে পুনরায় বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম শুরু হবে।
প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার (১০ নভেম্বর) আন্তঃমন্ত্রণালয় সভায় কি সিদ্ধান্ত আসে সেটির পরিপ্রেক্ষিতে পরবর্তী কর্মসূচী দেয়া হবে। আপাতত কর্মবিরতি প্রত্যাহার করা হলেও শহীদ মিনারে অবস্থান কর্মসূচী চলবে। যেসব শিক্ষক ঢাকা আসেননি, তারা ক্লাস নিবেন।
এর আগে, রবিবার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার পর মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন শিক্ষক নেতারা।
ওই বৈঠকে সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আবু তাহের মো. মাসুদ রানা। সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে রাত পৌনে ১০টার দিকে শহীদ মিনারে বৈঠকের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির (কাসেম-শাহীন) সভাপতি প্রধান শিক্ষক মো. আবুল কাসেম।
বৈঠক থেকে বেরিয়ে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি মো. শামছুদ্দিন মাসুদ বলেন, ‘আগামীকাল বিকাল ৫টায় অর্থ মন্ত্রণালয়ে বৈঠকের পর এ চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। কর্মবিরতি কর্মসূচি আপাতত স্থগিত, তবে অবস্থান কর্মসূচি চলবে।’
তবে রাতে শিক্ষকদের চাপে আবারও নতুন করে কর্মবিরতি চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন শিক্ষক নেতারা।
প্রসঙ্গত, দশম গ্রেডসহ তিন দফা দাবিতে শনিবার (৮ নভেম্বর) সকাল থেকে রাজধানী ঢাকার কেন্দ্রীয় শহিদ মিনারে অবস্থান কর্মসূচি শুরু করেন প্রাথমিক শিক্ষকরা। শনিবার (৮ নভেম্বর) পুলিশি নির্যাতনের পর সারাদেশব্যপী রবিবার থেকে লাগাতার কর্মবিরতি চলছিলো।
সহকারী শিক্ষকদের তিন দফা দাবি হলো—সহকারী শিক্ষকদের বর্তমান বেতন স্কেল ১৩তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত করা; শিক্ষকদের ১০ ও ১৬ বছরপূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির বিষয়ে জটিলতার অবসান এবং সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি।
