ভোরে ঢাকায় দুই বাসে আগুন

Staff Reporter
বাংলা পোস্ট প্রতিবেদক ঢাকা
প্রকাশিত:১০ নভেম্বর ২০২৫, ১০:৩২ এএম
ভোরে ঢাকায় দুই বাসে আগুন
ছবি : সংগৃহীত

রাজধানীর মেরুল বাড্ডা ও শাহজাদপুরে একটি ভিক্টর পরিবহণ ও একটি আকাশ পরিবহণের বাসে আগুন দিয়েছে অজ্ঞাতনামা দুর্বত্তরা। আগুন কেন দেয়া হয়েছে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

সোমবার (১০ নভেম্বর) আনুমানিক ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে দুটো বাস সম্পূর্ণরূপে পড়ে গেছে। 

গুলশান ও ভাটারা থানার সূত্র মারফত জানা যায়, শাহজাদপুরের বাঁশতলায় একটি বাসে আগুন দেয়া হয়, অপর বাসটিতে আগুন দেয়া হয় মেরুল বাড্ডায়। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিসের ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, ভোর ৫টা ৪০ মিনিটে আমাদের কাছে সংবাদ আসে রাজধানীর মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকায় দুটি বাসে আগুন দেওয়া হয়েছে। পরে আমাদের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।