আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচি ঠেকাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ বৈঠক

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:১০ নভেম্বর ২০২৫, ০৩:১২ এএম
আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচি ঠেকাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ বৈঠক

কার্যক্রমনিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ১৩ নভেম্বরের ‘লকডাউন’ কর্মসূচি প্রতিহত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আগামী কয়েক দিন রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল ও তৎপরতা বাড়ানোরও নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির সভা থেকে এসব নির্দেশনা দেওয়া হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ওই কর্মসূচিতে কেউ মাঠে নামলে সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করা হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মূলত আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে আলোচনা করতে আজ হঠাৎ করে আইন শৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির বৈঠক ডাকা হয়। বৈঠকে পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম, ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মূলত আগামী মঙ্গলবার হওয়ার কথা ছিল এই বৈঠক।