নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা বিজয় গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
ঢাকা
প্রকাশিত:০৩ ডিসেম্বর ২০২৫, ১২:২১ এএম
গ্রেপ্তারকৃত সামাদ উদ্দিন বিজয়। ছবি: সংগৃহীত
রাজধানীর লালবাগ থেকে সামাদ উদ্দিন বিজয় (২৭) নামে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে সিটিটিসির একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর লালবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত সামাদ উদ্দিন বিজয় মুগদা থানা শাখার সাধারণ সম্পাদক পদে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বিজয় আগারগাঁও ও ডেমরা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছিল বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
