ট্রাইব্যুনালে ক্ষমা চাইলেন জেড আই খান পান্না

Bangla Post Desk
বাংলাপোস্ট প্রতিবেদক
প্রকাশিত:০৩ ডিসেম্বর ২০২৫, ০৩:১৮ পিএম
ট্রাইব্যুনালে ক্ষমা চাইলেন জেড আই খান পান্না
আইনজীবী জেড আই খান পান্না। ছবি- সংগৃহীত

গুমের মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে লড়াই না করার সিদ্ধান্ত নিয়েছেন আইনজীবী জেড আই খান পান্না। একই সঙ্গে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন।

বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ হাজির হয়ে ক্ষমা চান তিনি।

এর আগে শেখ হাসিনার মামলায় যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করলেও আদালতে উপস্থিত না হওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জেড আই খান পান্নার প্রতি ক্ষোভ প্রকাশ করেছে। আদালত একই সঙ্গে তাকে দ্রুত ট্রাইব্যুনালে হাজির হতে নির্দেশ দিয়েছে।

 

এরপর মাত্র ১০ মিনিটের মধ্যে ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে আইনজীবী জেড আই খান পান্না নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন এবং ঘোষণা করেন যে, তিনি শেখ হাসিনার পক্ষে লড়বেন না। একপর্যায়ে গুমের দুই মামলায় শেখ হাসিনার পক্ষে স্টেট ডিফেন্স হিসেবে ট্রাইব্যুনাল আমীর হোসেনকে নিয়োগ দেন।

নিয়োগ পাওয়ার কিছু দিন পর, গত ২৭ নভেম্বর সন্ধ্যায় জেড আই খান পান্না তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন। এতে তিনি জানান, তিনি শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলায় তার পক্ষে আদালতে লড়বেন না।

ভিডিও বার্তায় জেড আই খান পান্না জানিয়েছেন, এই সিদ্ধান্তের মূল কারণ হলো শেখ হাসিনার প্রতি তার আস্থাহীনতা। তিনি বলেন, যে আদালতের ওপর শেখ হাসিনার আস্থা নেই, সেই আদালতে আমি তার পক্ষে লড়াই করব না ভিডিও বার্তার মাধ্যমে তিনি বিষয়টি প্রকাশ করেছেন।

তিনি আরও জানান, রাষ্ট্র তাকে আইনজীবী হিসেবে নিয়োগ দিলেও তখন পর্যন্ত তিনি আনুষ্ঠানিক কোনো চিঠি পাননি। চিঠি হাতে পাওয়ার পর তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগের বিষয়টি কর্তৃপক্ষকে জানাবেন।

বিপি/এএস