1. হোম
  2. আন্তর্জাতিক

এফ-১৬ যুদ্ধবিমান বহর আরও আধুনিক করছে পাকিস্তান

Bangla Post Desk
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৯ পিএম
এফ-১৬ যুদ্ধবিমান বহর আরও আধুনিক করছে পাকিস্তান
ছবি: সংগৃহীত

পাকিস্তানের এফ-১৬ যুদ্ধবিমান বহর আধুনিকায়নে ৬৮৬ মিলিয়ন ডলারের একটি সামরিক আপগ্রেড প্যাকেজে অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির কংগ্রেসে প্রয়োজনীয় নোটিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে কোনো আপত্তি না ওঠায় এই অনুমোদন কার্যকর হয়।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ও মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান লকহিড মার্টিনকে প্রস্তাবিত এই আপগ্রেড প্যাকেজের প্রধান ঠিকাদার হিসেবে মনোনীত করা হয়েছে। ডিফেন্স সিকিউরিটি কো-অপারেশন এজেন্সি (ডিএসসিএ) জানিয়েছে, এই প্যাকেজে পাকিস্তানের ব্লক-৫২ ও মিডলাইফ আপগ্রেডকৃত এফ-১৬ যুদ্ধবিমানের হার্ডওয়্যার ও সফটওয়্যার উন্নয়ন, রক্ষণাবেক্ষণ এবং আধুনিকায়ন সহায়তা অন্তর্ভুক্ত রয়েছে।

কংগ্রেসে প্রকাশিত নোটিফিকেশন অনুযায়ী, এই আপগ্রেডের লক্ষ্য হলো পাকিস্তানের এফ-১৬ যুদ্ধবিমানের কার্যকাল ২০৪০ সাল পর্যন্ত বাড়ানো এবং যুক্তরাষ্ট্র ও তার মিত্র বাহিনীর সঙ্গে সামরিক সামঞ্জস্য বজায় রাখা। মোট ব্যয়ের মধ্যে ৩৭ মিলিয়ন ডলার বরাদ্দ রাখা হয়েছে প্রধান প্রতিরক্ষা সরঞ্জামের জন্য, আর বাকি ৬৪৯ মিলিয়ন ডলার ব্যয় হবে রক্ষণাবেক্ষণ ও আধুনিকায়ন সেবায়।

প্যাকেজে রয়েছে লিংক-১৬ ট্যাকটিক্যাল ডেটা-লিংক সিস্টেম, অ্যাভিওনিক্স আপগ্রেড, নিরাপদ যোগাযোগ ও নেভিগেশন সরঞ্জাম, ক্রিপ্টোগ্রাফিক ডিভাইস, মিশন পরিকল্পনা সরঞ্জাম এবং বিভিন্ন সফটওয়্যার ও হার্ডওয়্যার সংশোধন। পাশাপাশি প্রশিক্ষণ ব্যবস্থা, খুচরা যন্ত্রাংশ ও পরীক্ষামূলক গোলাবারুদও অন্তর্ভুক্ত রয়েছে। কিছু সংবেদনশীল উপাদান ‘গোপন’ শ্রেণিভুক্ত বলে জানানো হয়েছে।

পাকিস্তান প্রথম ২০২১–২২ সালে এই আপগ্রেডের অনুরোধ জানালেও তা তখন বাস্তবায়ন হয়নি। পরে ২০২৫ সালের ডিসেম্বরে নতুন করে নোটিফিকেশন পাঠানো হলে কংগ্রেসের আপত্তিহীন পর্যালোচনার মধ্য দিয়ে প্রস্তাবটি অনুমোদন পায়।