1. হোম
  2. আন্তর্জাতিক

‘বাংলাদেশে কুনজর দিলে ভারতকে মিসাইল ছুঁড়ে জবাব দেবে পাকিস্তান’

Bangla Post Desk
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৫, ০৭:১৮ পিএম
‘বাংলাদেশে কুনজর দিলে ভারতকে মিসাইল ছুঁড়ে জবাব দেবে পাকিস্তান’
মুসলিম লিগ নেতা কামরান সাঈদ উসমানি। ছবি: সংগৃহীত

বাংলাদেশ-ভারতের মধ্যে সাম্প্রতিক টানাপোড়েনের মধ্যেই ভারতে থাকা বাংলাদেশের হাই কমিশনগুলো হামলার শিকার হচ্ছে। এ নিয়ে ভারতকে মিসাইল হামলার হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের ক্ষমতাসীন দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) এক নেতা। খবর ইন্ডিয়া টুডে’র।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এক ভিডিও বার্তায় কামরান সাঈদ উসমানি নামের ওই যুব নেতা বলেন, ‘ভারত যদি বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত হানে, যদি কেউ বাংলাদেশের দিকে কুনজর দেয়, তাহলে মনে রাখতে হবে—পাকিস্তানের জনগণ, পাকিস্তানের সশস্ত্র বাহিনী এবং আমাদের ক্ষেপণাস্ত্র খুব দূরে নয়।’

উসমানী বলেন, বাংলাদেশে যদি ভারত ‘অখণ্ড ভারত’ চিন্তাভাবনা চাপিয়ে দেওয়ার চেষ্টা করে তাহলে পাকিস্তান এটি সহ্য করবে না। সীমান্তে বিএসএফ বাংলাদেশকে বিরক্ত করছে এবং বাংলাদেশকে হিন্দু রাষ্ট্র বানানোর চেষ্টা করছে।

তিনি এ সময় বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে আনুষ্ঠানিক সামরিক জোট গঠনের আহ্বান জানান। উসমানি বলেন, ‘আমাদের প্রস্তাব হলো পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সামরিক জোট গঠন করা উচিত। বাংলাদেশে পাকিস্তানের আর পাকিস্তানে বাংলাদেশের ঘাঁটি স্থাপন করা উচিত।’

তবে উসমানির এসব বক্তব্য ব্যক্তিগত ও দলীয় পর্যায়ের হলেও, এখন পর্যন্ত পাকিস্তান বা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। ভারতও এ নিয়ে কিছু বলেনি।

তবে বিশ্লেষকদের মতে, এমন বক্তব্য আঞ্চলিক রাজনীতিতে উত্তেজনা বাড়াতে পারে। কূটনৈতিকভাবে সংবেদনশীল পরিস্থিতি তৈরি করতে পারেও বলে মত বিশ্লেষকদের।

বিপি/আইএইচ/এনএস