1. হোম
  2. জাতীয়

নীলফামারী-৪ আসনে মনোনয়ন সংগ্রহ করলেন বাবা-ছেলে

Bangla Post Desk
বাংলা পোস্ট ডেস্ক
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৫, ১০:৩৮ পিএম
নীলফামারী-৪ আসনে মনোনয়ন সংগ্রহ করলেন বাবা-ছেলে
ছবি- সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী- ৪ (সৈয়দপুরকিশোরগঞ্জ) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাবেক সংসদ সদস্য সিদ্দিকুল আলম সিদ্দিক এবং তার ছেলে ইরফান আলম ইকুবিষয়টি স্থানীয় রাজনীতিতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে সৈয়দপুর উপজেলা সহকারী নির্বাচন কর্মকর্তা মাজিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ পর্যন্ত অফিস থেকে একাধিক প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, যার মধ্যে সিদ্দিকুল আলম সিদ্দিক ও তার ছেলে ইরফান আলম ইকুর নামও রয়েছে।

সাবেক সংসদ সদস্য সিদ্দিকুল আলম সিদ্দিক জানান, এলাকার মানুষের আগ্রহ এবং জনসেবার লক্ষ্যেই তিনি এবারের নির্বাচনে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

ছেলের মনোনয়নপত্র সংগ্রহ প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি তিনি শুনেছেন। তবে শেষ পর্যন্ত ভোটের মাঠে কারা থাকবেন সে সিদ্ধান্ত জনগণই নেবে।

অন্যদিকে, ইরফান আলম ইকু নিজেও মনোনয়নপত্র সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে বাবার সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা নাকি বিকল্প প্রার্থী হিসেবে মাঠে থাকবেন এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।

একই আসনে বাবা ও ছেলের এই দ্বিমুখী প্রার্থিতা স্থানীয় ভোটারদের মধ্যে কৌতূহল ও আলোচনা তৈরি করেছে। রাজনৈতিক মহলে ধারণা করা হচ্ছে, শেষ পর্যন্ত সিদ্দিকুল আলম সিদ্দিক নির্বাচন না করলে তার ছেলে ইরফান আলম ইকু মনোনয়ন নিয়ে ভোটের মাঠে থাকতে পারেন।

এদিকে, দীর্ঘদিন পর পুরনো রাজনৈতিক ঘরে ফিরেছেন সাবেক সংসদ সদস্য সিদ্দিকুল আলম সিদ্দিক। সৈয়দপুর-কিশোরগঞ্জের রাজনীতিতে বড় চমক হিসেবে তিনি আবারও জাতীয় পার্টিতে যোগ দিয়েছেন। ফের লাঙ্গল প্রতীকে নির্বাচনে অংশ নিতে পারেন বলেও জানা গেছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে আব্দুল গফুর সরকার, সাবেক ছাত্রদল নেতা এস এম মামুন -অর- রশীদ মামুন, বিএনপি কর্মী সাবেক সংসদ সদস্য মরহুম আমজাদ হোসেন সরকার ভজের পুত্র রিয়াদ আরফান সরকার রানা এবং জামায়াতে ইসলামীর একক প্রার্থী হিসাবে হাফেজ আব্দুল মোত্তাকিন ও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।