‘বাংলাদেশ বীরদের দেশ’
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বাংলাদেশ বীরদের দেশ। দেশ থেকে দূরে বিশ্বজুড়ে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে যারা কাজ করছে, তারা নিভৃতচারী বীর।
সোমবার (২২ ডিসেম্বর) নিজের ফেরিফয়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।
শফিকুল আলম তার ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন, দুই দিনে তিনটি জানাজায় অংশ নিলাম। শরিফ ওসমান হাদি ছিলেন একজন তরুণ বীর—রাজনীতিতে ‘ইনসাফ’ বা ন্যায়ের এক সতেজ কণ্ঠস্বর। লাখ লাখ মানুষ—কারো কারো মতে সংখ্যাটি দশ লাখেরও বেশি—তার জানাজায় শরিক হয়েছিলেন; যা প্রমাণ করে তিনি কীভাবে কোটি কোটি মানুষের হৃদয় জয় করেছিলেন।
শরিফ ওসমান হাদি ছিলেন এক অনন্য বিস্ময়, যিনি আমাদের রাজনৈতিক প্রেক্ষাপটে এক নতুন মানদণ্ড স্থাপন করেছেন। তার তেজোদীপ্ত ও বাগ্মী ভাষণ আগামী প্রজন্মের ‘বিদ্রোহী’দের অনুপ্রাণিত করবে। তার নিঃস্বার্থ কর্মতৎপরতা ভবিষ্যতে আমাদের অধিকার আদায়ের আন্দোলনের রূপরেখা বদলে দেবে।
তিনি আরও লেখেন, সুদানে এক ড্রোন হামলায় ছয়জন শান্তিরক্ষী নিহত হয়েছেন। তারা দেশের নিভৃতচারী বীর, যারা বিশ্বের অস্থির অঞ্চলে শান্তি ফিরিয়ে আনার চেষ্টা করছিলেন। আত্মীয়-স্বজন, সহকর্মী ও জাতিসংঘ প্রতিনিধিরা তাদের আত্মত্যাগ স্মরণ করেন।
শফিকুল আলম আরও বীরত্বপূর্ণ জীবনের উদাহরণ হিসেবে উল্লেখ করেন আবদুল করিম খন্দকার (এ কে খন্দকার)—একজন জিডি পাইলট ও মুক্তিযোদ্ধা। তিনি যুদ্ধবিমানে অসংখ্য ঘণ্টা উড্ডয়ন করেছেন এবং মুক্তিবাহিনীতে যোগ দিয়ে পাকিস্তানি দখলদারদের বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছেন।
এছাড়া তিনি বাংলাদেশ বিমান ও জাতীয় পতাকাবাহী সংস্থা ‘বাংলাদেশ বিমান’ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
বিপি/ এএস
আরও খবর
৩১ ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে হজ প্যাকেজের অবশিষ্ট টাকা
উপদেষ্টা পরিষদ কমিটির সভা, যেসব আলোচনা
হাদির মতোই এনসিপি নেতাকে গুলি করে পালায় দুর্বৃত্তরা
প্রথম আলোর মামলা, ১৭ জন গ্রেপ্তার, ৩১ জন শনাক্ত
হিটলিস্টে থাকা ঝুঁকিপূর্ণদের গানম্যান, এখন পর্যন্ত নিরাপত্তা পেলেন ২০ জন