1. হোম
  2. জাতীয়

‘সংবাদমাধ্যম গুঁড়িয়ে দেওয়ার মানসিকতা হঠকারিতা’

Bangla Post Desk
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৫, ১০:৫৮ এএম
‘সংবাদমাধ্যম গুঁড়িয়ে দেওয়ার মানসিকতা হঠকারিতা’
সিনিয়র সচিব পদমর্যাদায় মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। ছবি- সংগৃহীত

মতের ভিন্নতা বা বিরোধের অজুহাতে কোনো সংবাদমাধ্যম বা প্রতিষ্ঠান ধ্বংসের মানসিকতা হঠকারিতা এবং নিছক ঘৃণার বহিঃপ্রকাশএমন মন্তব্য করেছেন সিনিয়র সচিব পদমর্যাদায় মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।

গত রোববার (২১ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন। স্ট্যাটাসে তিনি লেখেন,  এ ধরনের উদ্দেশ্যে দেশেবিদেশে দীর্ঘদিন ধরে সংগ্রাম বা বিশ্বজনমত গড়ে তুলতে তিনি কখনোই নিজেকে উজাড় করেননি

জাতিসংঘ ও হোয়াইট হাউসের বিভিন্ন ব্রিফিংয়ে বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার ও মুক্তমতের পক্ষে ধারাবাহিকভাবে অবস্থান নেওয়া সাবেক এই সাংবাদিক আরও বলেন, ‘কোনো সংবাদমাধ্যম প্রতিষ্ঠানের বিরুদ্ধে ধ্বংসাত্মক অপতৎপরতাকে ন্যায্যতা দেওয়ার কোনো সুযোগ নেই।’

স্ট্যাটাসের শেষাংশে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী স্পষ্ট করে বলেন, ‘সংবাদমাধ্যম ধ্বংসের যেকোনো প্রচেষ্টাকে কোনোভাবেই জাস্টিফাই করা যায় না।’

বিপি/ এএস