ভেঙে গেছে অভিনেত্রীর সংসার, যা জানা গেল
বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী আফসান আরা বিন্দু সম্প্রতি একটি পডকাস্টে নিজের ব্যক্তিগত জীবনের অজানা একটি অধ্যায়ের কথা প্রকাশ করেছেন।
দীর্ঘ প্রায় এক দশক পর প্রথমবারের মতো তিনি জানান, তার দাম্পত্য জীবন ইতোমধ্যে শেষ হয়ে গেছে। ২০২২ সালে স্বামীর সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হয়েছে বলে জানান তিনি।
২০১৪ সালে আসিফ সালাহউদ্দিন মালিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন বিন্দু। তবে ২০১৭ সাল থেকেই তারা আলাদা থাকছিলেন। পডকাস্টে এ বিষয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, তার সংসারজীবনের পথচলা ছিল খুবই সংক্ষিপ্ত, যার মাঝে দীর্ঘ সময়ের বিচ্ছেদ ছিল।
বিন্দু জানান, এখনো অনেকেই তাকে বিবাহিত মনে করেন, কারণ তিনি কখনোই প্রকাশ্যে বিচ্ছেদের বিষয়টি জানাননি। তার ভাষায়, অনেকে হয়তো অস্বস্তির কারণে এ নিয়ে প্রশ্ন করেননি, তবে বাস্তবতা হলো তিনি বর্তমানে বিবাহিত নন।
বিচ্ছেদের কারণ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, আলাদা হওয়ার জন্য সব সময় বড় কোনো ঘটনা প্রয়োজন হয় না। অনেক সময় ব্যক্তিগত অনুভূতি ও পরিস্থিতিই মানুষকে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য করে।
বিপি/ এএস