1. হোম
  2. আন্তর্জাতিক

যুদ্ধবিধ্বস্ত গাজায় এ কেমন ‘মরার উপর খাড়ার ঘা’?

Bangla Post Desk
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৫, ০৩:০৩ পিএম
যুদ্ধবিধ্বস্ত গাজায় এ কেমন ‘মরার উপর খাড়ার ঘা’?

যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার পাশাপাশি এখন মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে তীব্র শীত ও প্রাকৃতিক দুর্যোগ। গত কয়েক দিনের অবিরাম বৃষ্টি, বন্যা এবং হাড়কাঁপানো ঠান্ডায় উপত্যকাটিতে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ জনে।

মঙ্গলবার গাজায় হাইপোথার্মিয়ায় (শরীরের তাপমাত্রা অস্বাভাবিক কমে যাওয়া) আক্রান্ত হয়ে মাত্র দুই সপ্তাহ বয়সী এক নবজাতকের মৃত্যু হয়েছে। তীব্র ঠান্ডার পাশাপাশি গত এক সপ্তাহে ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত অন্তত ১৩টি ভবন ধসে পড়েছে, যা মানবিক সংকটকে আরও ঘনীভূত করেছে।

উত্তর গাজার এই এলাকায় একটি জরাজীর্ণ বাড়ি ভেঙে পড়ে ৫ জনের মৃত্যু হয়েছে। গাজা সিটির পশ্চিমে একটি শিবিরের তাবুর ওপর দেয়াল ধসে আরও ৩ জন প্রাণ হারিয়েছেন।

এখনও ধ্বংসস্তূপের নিচে অনেক মানুষ চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকর্মীরা সীমিত সরঞ্জামের মধ্যে তল্লাশি চালিয়ে যাচ্ছেন।

প্রায় ২৭ হাজার তাবু বন্যায় ও ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। আড়াই লাখেরও বেশি মানুষ বর্তমানে বৃষ্টির পানি ও কাদায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন।

উপত্যকায় প্রায় ১৫ লাখ মানুষ বর্তমানে জরাজীর্ণ তাবুতে বসবাস করছেন। বাকি ৭ লাখ ফিলিস্তিনি কোনোমতে ঠাঁই নিয়েছেন আংশিক ধ্বংসপ্রাপ্ত ভবনগুলোতে।

একদিকে বৈরী আবহাওয়া, অন্যদিকে ইসরায়েলি বাহিনী গাজায় প্রয়োজনীয় ত্রাণ ও জীবন রক্ষাকারী সামগ্রী প্রবেশে ক্রমাগত বাধা সৃষ্টি করে যাচ্ছে। পর্যাপ্ত জ্বালানি ও গরম কাপড়ের অভাবে এই শীতে প্রাণহানির সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছেন স্বাস্থ্যকর্মীরা।