1. হোম
  2. বিনোদন

শুটিংয়ে দুর্ঘটনায় আহত জিৎ

Bangla Post Desk
বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৬ পিএম
শুটিংয়ে দুর্ঘটনায় আহত জিৎ
টালিউড সুপারস্টার জিৎ। ছবি- সংগৃহীত

টালিউডের জনপ্রিয় সুপারস্টার জিৎ। যার নতুন সিনেমার ঘোষণা মানেই দর্শকদের বাড়তি আগ্রহ। সম্প্রতি তার অভিনীত নতুন ছবি কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’–এর শুটিং শুরু হতেই আলোচনায় উঠে আসে সিনেমাটি। তবে শুটিং শুরুর কিছুদিনের মধ্যেই ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা। দুর্ঘটনায় আহত হওয়ায় আপাতত বন্ধ রাখা হয়েছে ছবির শুটিং।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, সিনেমার একটি গুরুত্বপূর্ণ দৃশ্য ধারণের সময় দুর্ঘটনার কবলে পড়েন জিৎ। এতে তার হাতে আঘাত লাগে।

অভিনেতার শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে নির্মাতারা সাময়িকভাবে শুটিং স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। ছবির পরিচালক পথিকৃৎ বসু জানিয়েছেন, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জিৎ পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত শুটিং পুনরায় শুরুর নির্দিষ্ট সময় জানানো সম্ভব নয়।

এই সিনেমায় জিৎ অভিনয় করছেন ব্রিটিশবিরোধী আন্দোলনের এক ঐতিহাসিক চরিত্র অনন্ত সিংহএর ভূমিকায়। অ্যাকশনধর্মী এই ছবিতে উঠে আসবে স্বাধীনতা আন্দোলনের উত্তাল সময় ও বিপ্লবীদের সংগ্রামী জীবন।

১৯০৩ সালে চট্টগ্রামে জন্ম নেওয়া অনন্ত সিংহ ছিলেন মাস্টারদা সূর্য সেনের ঘনিষ্ঠ সহযোগী এবং চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অন্যতম নায়ক। জীবনের শেষ পর্যায়ে তিনি নকশালপন্থী রাজনীতির সঙ্গেও যুক্ত হন। সাধারণ মানুষের পাশে দাঁড়াতে গিয়ে ব্যাংক ডাকাতির মতো ঘটনাতেও তার নাম ইতিহাসে উল্লেখ রয়েছে।

ছবিটিতে জিতের পাশাপাশি অভিনয় করছেন টোটা রায় চৌধুরী, রজতাভ দত্ত, সোমনাথ করসহ আরও বেশ কয়েকজন পরিচিত অভিনেতা। সবকিছু ঠিক থাকলে সিনেমাটি ২০২৬ সালের ১৫ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

বিপি/ এএস

ট্যাগ: বিনোদন