লালবাগে প্লাস্টিক গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৫, ০৪:৫২ পিএম
ছবি: সংগৃহীত
পুরান ঢাকার লালবাগের প্লাস্টিক গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
বুধবার (১৭ ডিসেম্বর) ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে এ তথ্য নিশ্চিত করেছে।
ফায়ার সার্ভিস জানায়, দুপুর দেড়টায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের প্রথম টিম ঘটনাস্থলে পৌঁছায় ১টা ৫০ মিনিটে। লালবাগের ২টি, হাজারীবাগের ২টি এবং পলাশী থেকে ২টি ছাড়াও আরও ৫টিসহ মোট ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে শুরুতে। পরে আরও কিছু কয়েকটি ইউনিট ঘটনাস্থলে যায় বলে জানা যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, লালবাগের চেয়ারম্যানঘাট এলাকায় অবস্থিত ওই প্লাস্টিক কারখানায় আগুন লাগে। পরে স্থানীয়দের কাছ থেকে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের সদস্যরা। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, লালবাগের চেয়ারম্যানঘাট এলাকায় অবস্থিত ওই প্লাস্টিক কারখানায় আগুন লাগে। পরে স্থানীয়দের কাছ থেকে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের সদস্যরা। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
বিপি/আইএইচ
ট্যাগ:
রাজধানীর খবর
আরও খবর
জুলাই ঐক্যের ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচিতে পুলিশের বাধা
৪০ মিনিট বিরতির পর স্বাভাবিক মেট্রোরেল চলাচল
ধানমণ্ডি ৩২-এ মওলানা ভাসানীর পাশে জায়গা পেলেন হাদি
নির্মাণাধীন ভবনের লিফটের খালি জায়গা থেকে ঠিকাদারের মরদেহ উদ্ধার
বিজয় দিবসে এড়িয়ে চলবেন যেসব সড়ক