গাজায় ইসরায়েলের আগ্রাসন
দুই বছর ধরে ধ্বংসস্তূপে চাপা একই পরিবারের ৩০ সদস্য
ফিলিস্তিনে চলমান ইসরায়েলি আগ্রাসন দিনকে দিন যেন ছাড়িয়ে যাচ্ছে নৃশংসতার মাত্রা। যুদ্ধবিরতির ভেতরও থেকে নেই নেতানিয়াহু বাহিনীর হামলা। এরই ধারাবাহিকতায় এবারে সামনে এল নির্মম এক চিত্র।
পশ্চিম গাজা সিটির একটি বাড়ির ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের ৩০ জন সদস্যের লাশ উদ্ধার করেছে গাজার সিভিল ডিফেন্স। এমনটাই এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।
এক বিবৃতিতে সংস্থাটি জানায়, নিহতরা সবাই একই পরিবারের সদস্য। ২০২৩ সালের ১৯ ডিসেম্বর গাজা সিটির আল-রিমাল এলাকায় তাদের বাড়িতে ইসরাইলি বিমান হামলায় সালেম পরিবারের সকলেই নিহত হন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ধ্বংস হওয়া ওই বাড়িটিই ছিল সিভিল ডিফেন্সের শুরু করা একটি সংগঠিত উদ্ধার অভিযানের প্রথম স্থান। ইসরাইলি হামলায় গাজাজুড়ে ধ্বংস হওয়া ভবনগুলোর নিচে চাপা পড়ে থাকা হাজারো ফিলিস্তিনিকে খুঁজে বের করার জন্যই তারা এই উদ্ধার অভিযানে নেমেছে।
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় চলমান ইসরাইলি হামলায় এখন পর্যন্ত ৭০ হাজারের বেশি ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন। এদের বেশিরভাগই নারী ও শিশু। পাশাপাশি সব মিলিয়ে এখন পর্যন্ত আহত হয়েছেন ১ লাখ ৭১ হাজারেরও বেশি মানুষ।