1. হোম
  2. আন্তর্জাতিক

‘মোদি-অমিত শাহকে পদত্যাগের আহ্বান’

Bangla Post Desk
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৫, ০১:২০ পিএম
‘মোদি-অমিত শাহকে পদত্যাগের আহ্বান’
ছবি- সংগৃহীত

ন্যাশনাল হেরাল্ড মামলায় কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর বিরুদ্ধে ইডির চার্জশিট আদালতে আমলে না নেওয়ার পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে মোদি ও অমিত শাহকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন।

বুধবার (১৭ ডিসেম্বর) সকালে সংবাদ সম্মেলনে বলেন, ‘এই রায় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে চড় মারার মতো। ভবিষ্যতে জনগণকে হয়রানি করা বন্ধ করতে তাদের পদত্যাগ করা উচিত।’

তিনি অভিযোগ করেন, গান্ধী পরিবারকে হয়রানি করতেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে ন্যাশনাল হেরাল্ড মামলা করা হয়েছে। এ মামলায় গান্ধী পরিবারের পাশাপাশি সুমন দুবে, সাম পিত্রোদা, ইয়ং ইন্ডিয়ান, ডোটেক্স মার্কানডিসে ও সুনীল ভাণ্ডারীও অভিযুক্ত।

উল্লেখ্য, ২০১৩ সালে জওহরলাল নেহরু প্রতিষ্ঠিত ন্যাশনাল হেরাল্ডের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। ২০১৪ সালে বিজেপি ক্ষমতায় আসার পর বিষয়টি নতুনভাবে তোলা হয়। অভিযোগে বলা হয়, অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেডের কাছে সংবাদপত্রের জন্য মোট ৯০ কোটি টাকা দেনা ছিল, যার বেশির ভাগ কংগ্রেসের কাছ থেকে নেওয়া।

বিপি/ এএস