সাবেক আইএসআই প্রধানের ১৪ বছর কারাদণ্ড

Bangla Post Desk
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত:১১ ডিসেম্বর ২০২৫, ০৮:২৫ পিএম
সাবেক আইএসআই প্রধানের ১৪ বছর কারাদণ্ড
আইএসআই-এর সাবেক প্রধান ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ হামিদ। ছবি: জিও নিউজ

পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, গোয়েন্দা সংস্থা আইএসআই-এর সাবেক প্রধান ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ হামিদকে চারটি অভিযোগে দোষী সাব্যস্ত করে সামরিক আদালত ১৪ বছরের কঠোর কারাদণ্ড দিয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দেশটির সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ (আইএসপিআর) থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তান আর্মি অ্যাক্ট অনুযায়ী ২০২৪ সালের ১২ অগাস্ট শুরু হওয়া ১৫ মাসব্যাপী ফিল্ড জেনারেল কোর্ট মার্শাল শেষে এ রায় ঘোষণা করা হয়েছে।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের শাসনামলে আইএসআই-এর প্রধান হিসেবে দায়িত্বে ছিলেন ফয়েজ হামিদ।

পাকিস্তান আইএসপিআর জানিয়েছে, রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকা, রাষ্ট্রের স্বার্থ ক্ষুণ্ণ করে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট লঙ্ঘন, ক্ষমতা ও সরকারি সম্পদের অপব্যবহার এবং নাগরিকদের ক্ষতি সাধন— এই চারটি অভিযোগে অভিযুক্তের বিচার করা হয়েছে।

সংস্থাটি আরও জানিয়েছে, দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর অভিযুক্তকে সব অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং ১১ ডিসেম্বর আদালত তাকে ১৪ বছরের কঠোর কারাদণ্ড দিয়েছে।

উল্লেখ্য, পাকিস্তানে এই প্রথম কোনো আইএসআই প্রধানকে কোর্ট মার্শালের মাধ্যমে সাজা দেওয়া হলো।

বিবৃতিতে বলা হয়েছে, বিচারিক প্রক্রিয়ায় ফিল্ড জেনারেল কোর্ট মার্শাল সব আইনি শর্ত পূরণ করেছে এবং অভিযুক্তকে তার পছন্দের আইনজীবীসহ সব অধিকার দেওয়া হয়েছে। অভিযুক্তের এই রায়ের বিরুদ্ধে যথাযথ ফোরামে আপিল করার অধিকার রয়েছে।

একই সঙ্গে বিবৃতিতে আরও বলা হয়েছে, রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি ও অস্থিতিশীলতা ছড়াতে রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে অভিযুক্তের যোগসাজশসহ কিছু বিষয় আলাদাভাবে খতিয়ে দেখা হচ্ছে।

এসব বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি। তবে ফয়েজ হামিদকে ২০২৩ সালের ৯ মে-র সহিংস ঘটনার প্রেক্ষাপটেও অভিযুক্ত করা হয়।

এখন পর্যন্ত ফয়েজ হামিদের আইনজীবীদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

অন্যদিকে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এক বিবৃতিতে বলেছেন, ফয়েজ হামিদের বিরুদ্ধে রায় প্রমাণের ভিত্তিতে হয়েছে এবং আজ সেই ব্যক্তি শাস্তি পেলেন যিনি সীমা অতিক্রম করেছিলেন। সূত্র: জিও নিউজ