গভীর সংকটে ইসরায়েলি সেনাবাহিনী, পদত্যাগের হিড়িক

Bangla Post Desk
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত:১১ ডিসেম্বর ২০২৫, ০৬:৪১ পিএম
গভীর সংকটে ইসরায়েলি সেনাবাহিনী, পদত্যাগের হিড়িক
ছবি: সংগৃহীত

গভীর সংকটের মুখে দখলদার ইসরায়েলের সামরিক বাহিনী (আইডিএফ)। আর্থিক কারণে অসন্তোষ তৈরি হওয়ায় সম্প্রতি প্রায় ৬০০ অফিসার ও নন-কমিশন্ড অফিসার পদত্যাগপত্র জমা দিয়েছেন। সেনাদের আর্থিক সুবিধা হিসেবে পরিচিত ‘চিফ অব স্টাফ ইনক্রিজেস’ স্থগিত করে দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। এরপরই এই পদত্যাগের ঢেউ দেখা দিয়েছে। খবর আল মায়াদিনের।

ইসরায়েলি সংবাদমাধ্যম ইসরায়েল হায়োমের বরাত দিয়ে লেবাননভিত্তিক আল মায়াদিন জানিয়েছে, পদত্যাগপত্র জমা দেয়া অধিকাংশ অফিসারের বয়স ৪২ বছরের বেশি। তারা মাস শেষ হওয়ার আগেই বাহিনী ছাড়ার চেষ্টা করছেন, কারণ ওই সময় থেকেই আর্থিক সুবিধা স্থগিতের সিদ্ধান্ত কার্যকর হবে।

ক্রমবর্ধমান চাপের মুখে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পরিস্থিতি মূল্যায়ন ও নিয়ন্ত্রণে জরুরি বৈঠক ডাকবেন বলে জানা গেছে।  ইসরায়েল হায়োমের প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় যুদ্ধকালীন সময়ে সেনারা অতিরিক্ত চাপের মধ্যে থাকার কারণে প্রথমদিকে সামরিক নেতৃত্ব এই বিতর্ক থেকে নিজেদের দূরে রাখার চেষ্টা করেছিল। কিন্তু আদালতের রায়ের পর এখন পরিস্থিতি জটিল হয়ে উঠেছে।

আর্থিক নিরাপত্তা নড়বড়ে হওয়ায় সৈন্যদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। অনেকে এখন প্রকাশ্যেই তাদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কথা বলছেন। তাদের জন্য অনুদান, আবাসন সহায়তা ও ফ্যামিলি সাপোর্ট প্রোগ্রামের মতো জরুরি ব্যবস্থা নেওয়া হলেও পদত্যাগ ঠেকাতে ব্যর্থ হচ্ছেন বলে কর্মকর্তারা স্বীকার করেছেন।

তারা সতর্ক করে বলেছেন, এ সমস্যার দ্রুত সুরাহা না হলে সামরিক কার্যক্রমের মেরুদণ্ড হিসেবে বিবেচিত মধ্য ও উচ্চপদস্থ অফিসারদের মধ্যে পদত্যাগের হার আরও বেড়ে যেতে পারে।

‘চিফ অব স্টাফ ইনক্রিজেস’-এর মাধ্যমে অবসরপ্রাপ্ত সেনারা প্রতি মাসে অতিরিক্ত ২ হাজার ৫০০ শেকেল আর্থিক সহায়তা পেতেন।

বিপি/এনএস