মিয়ানমারে হাসপাতালে বাহিনীর বিমান হামলায় নিহত ৩১
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:১১ ডিসেম্বর ২০২৫, ০৪:৩১ পিএম
রাখাইন রাজ্যের একটি হাসপাতালে বোমা হামলা চালিয়েছে দেশটির বিমান বাহিনী। ছবি : সংগৃহীত
মিয়ানমারের রাখাইন রাজ্যের একটি হাসপাতালে বোমা হামলা চালিয়েছে দেশটির ক্ষমতাসীন সামরিক সরকারের বিমান বাহিনী। বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যার এ হামলায় কমপক্ষে ৩১ জন নিহত এবং আরও ৬৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি।
হাসপাতালের এক স্বাস্থ্যকর্মী ও প্রত্যক্ষদর্শী ওয়াই হুন অং জানান, এখানকার অবস্থা খুব ভয়াবহ। এখন পর্যন্ত আমরা ৩১ জনের মরদেহ এবং ৬৮ জন আহত রোগীকে উদ্ধার করতে পেরেছি, কিন্তু মনে হচ্ছে সামনে নিহত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে।
তিনি আরও জানান, সারা রাত ধরে উদ্ধার অভিযান চলেছে এবং এখনও তা অব্যাহত আছে। রাতেই ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়।
এএফপি জানায়, হামলা বিষয়ে জানতে জান্তা সরকারের মুখপাত্রদের সঙ্গে যোগাযোগ করা হলেও কেউ মন্তব্য করতে রাজি হননি।
গত বেশ কয়েক মাস ধরে রাখাইন প্রদেশটি নিয়ন্ত্রণ করছে মিয়ানমারের অন্যতম শীর্ষ জান্তাবিরোধী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। বুধবার রাতে এক বিবৃতি দিয়ে হামলার তথ্য স্বীকার করেছে আরাকান আর্মিও।
উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে আরাকান আর্মি এবং জান্তা বাহিনীর মধ্যে তীব্র সংঘাত চলছে। দেড় বছরের মাথায় আরাকানের বেশিরভাগ এলাকা থেকে জান্তা ও তাদের সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোকে প্রায় পুরোপুরি হটিয়ে দিয়েছে আরাকান আর্মি।
এদিকে, কয়েক মাস আগে ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৮ ডিসেম্বর মিয়ানমারে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে আরাকান আর্মিসহ বেশ কয়েকটি জান্তাবিরোধী সশস্ত্র গোষ্ঠী এই নির্বাচন বর্জনের ডাক দিয়েছে।
হাসপাতালের এক স্বাস্থ্যকর্মী ও প্রত্যক্ষদর্শী ওয়াই হুন অং জানান, এখানকার অবস্থা খুব ভয়াবহ। এখন পর্যন্ত আমরা ৩১ জনের মরদেহ এবং ৬৮ জন আহত রোগীকে উদ্ধার করতে পেরেছি, কিন্তু মনে হচ্ছে সামনে নিহত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে।
তিনি আরও জানান, সারা রাত ধরে উদ্ধার অভিযান চলেছে এবং এখনও তা অব্যাহত আছে। রাতেই ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়।
এএফপি জানায়, হামলা বিষয়ে জানতে জান্তা সরকারের মুখপাত্রদের সঙ্গে যোগাযোগ করা হলেও কেউ মন্তব্য করতে রাজি হননি।
গত বেশ কয়েক মাস ধরে রাখাইন প্রদেশটি নিয়ন্ত্রণ করছে মিয়ানমারের অন্যতম শীর্ষ জান্তাবিরোধী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। বুধবার রাতে এক বিবৃতি দিয়ে হামলার তথ্য স্বীকার করেছে আরাকান আর্মিও।
উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে আরাকান আর্মি এবং জান্তা বাহিনীর মধ্যে তীব্র সংঘাত চলছে। দেড় বছরের মাথায় আরাকানের বেশিরভাগ এলাকা থেকে জান্তা ও তাদের সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোকে প্রায় পুরোপুরি হটিয়ে দিয়েছে আরাকান আর্মি।
এদিকে, কয়েক মাস আগে ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৮ ডিসেম্বর মিয়ানমারে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে আরাকান আর্মিসহ বেশ কয়েকটি জান্তাবিরোধী সশস্ত্র গোষ্ঠী এই নির্বাচন বর্জনের ডাক দিয়েছে।
বিপি/আইএইচ
