নির্বাচনের তফসিল ঘোষণা কাল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা হবে বৃ্হস্পতিবার সন্ধ্যা ছয়টায়। জাতির উদ্দেশে ভাষণ দিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন এই তফসিল ঘোষণা করবেন।
বুধবার নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।
বিকাল ৪টায় সিইসির কক্ষে তফসিল ঘোষণার ভাষণ রেকর্ড শুরু হলে চার নির্বাচন কমিশনার সচিবের কক্ষে বৈঠকে বসেন। পরে ৪টা ৪০ মিনিটে তারা সিইসির কক্ষে যোগ দেন। পাঁচ মিনিটের বৈঠকের পর সচিব সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
এদিকে বুধবার (১০ ডিসেম্বর) রাষ্ট্রপতির সঙ্গে তফসিল ইস্যুতে সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার। সেসময় তার সঙ্গে আরও ছিলেন চার নির্বাচন কমিশনার ও ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
এর আগে গতকাল মঙ্গলবার (৯ ডিসেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। আর গত ৭ ডিসেম্বর প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গেও দেখা করেন সিইসি ও ৪ নির্বাচন কমিশনার।
আগামী বছরের ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের পরিকল্পনা রয়েছে নির্বাচন কমিশনের। চূড়ান্ত সময়সূচি এখনও নির্ধারিত হয়নি। তবে ইসি সূত্রে জানা গেছে এই তারিখগুলোর এক–দুই দিন সামনে–পেছনে হতে পারে।
এবার দেশে মোট ভোটার ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এর ভেতর পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন ও মহিলা ভোটার ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩৪ জন।
বিপি/এনএ
