বেআইনি সমাবেশ নিয়ে কড়া হুঁশিয়ারি ডিএমপির
নিজস্ব প্রতিবেদক
ঢাকা
প্রকাশিত:১০ ডিসেম্বর ২০২৫, ০৫:২৭ পিএম
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ছবি- সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সভা-সমাবেশের ওপর নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মেট্রোপলিটিন পুলিশ (ডিএমপি)। যথাযথ অনুমতি ব্যতীত কোনো সভা-সমাবেশ করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন ডিএমপি কমিশনার।
নির্বাচনের তফসিল ঘোষণার পর কোনো রকম অনুমতি ছাড়া সভা–সমাবেশ ও আন্দোলন না করার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। তারই ধারাবাহিকতায় এক সংবাদবিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে ডিএমপি।
ডিএমপি কমিশনার বিবৃতিতে আরও বলেন, নাগরিকদের নিরাপত্তা তাদের প্রথম দায়িত্ব। নির্বাচনকে সামনে রেখে কেউ যেন বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, তাই সতর্কতা জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিরাপদ পরিবেশ বজায় রাখতে সবার সহযোগিতা প্রয়োজন।
