পশ্চিমবঙ্গে ‘বাবরি মসজিদ’ বানাতে চাওয়া সেই বিধায়ক বহিষ্কার
ভারতের পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ বানাতে চাওয়া বিধায়ক হুমায়ুন কবিরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় রীতিমতো উত্তপ্ত রাজ্যটির রাজনীতি। এর জেরে তৃণমূল কংগ্রেস ও বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন সদ্য বহিষ্কৃত এই নেতা। শীঘ্রই নতুন দল নিয়ে আত্মপ্রকাশ করবেন বলেও জানিয়েছেন হুমায়ুন কবির।
এদিকে, হুমায়ুন কবির বাবরি মসজিদ তৈরির নামে সাম্প্রদায়িকতা উসকে দিচ্ছেন বলে অভিযোগ তুলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস।
সম্প্রতি ঐতিহাসিক বাবরি মসজিদের আদলে মসজিদ নির্মাণের ঘোষণা দিয়ে পশ্চিমবঙ্গে আলোড়ন সৃষ্টি করেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির। বাবরি মসজিদ ধ্বংসের ৩৩তম বার্ষিকীতেই মুর্শিদাবাদে এর ভিত্তিপ্রস্তর স্থাপনের ঘোষণা দেন তিনি।
কিন্তু এই উদ্যোগই যেন কাল হয়ে দাঁড়াল বিধায়ক হুমায়ুন কবিরের জন্য।
বিরোধী দল তো বটেই নিজ দলেও তোপের মুখে পড়েছেন হুমায়ুন কবির। তার এমন পদক্ষেপকে সাম্প্রদায়িক উসকানি হিসেবে আখ্যা দিয়েছে তার দলেরই নেতাকর্মীরা। আর তাতে লাভবান হবে বিজেপি এমন মত তৃণমূল কংগ্রেসের।
এদিকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রভাবশালী এই নেতাকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করেছে তৃণমূল কংগ্রেস।
কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, বাববি মসজিদ ধ্বংসের প্রক্রিয়া ছিল ভারতের একটি কালো দিন। এটিকে উসকে দেওয়া বা ধর্মান্ধতার দিকে পরিস্থিতিকে ঠেলে দেওয়াকে বিশ্বাস করে না তৃণমূল কংগ্রেস।
এদিকে দল থেকে সাময়িক বহিষ্কারের খবরে নতুন রাজনৈতিক দল গড়ার ঘোষণা দিয়েছেন হুমায়ুন কবির। আগামী ২২ ডিসেম্বর দলটির আত্মপ্রকাশ হবে। একই সঙ্গে, তৃণমূল কংগ্রেস স্থায়ীভাবে ছাড়ার ঘোষণাও দেন তিনি।
উল্লেখ্য, এর আগেও বেশ কয়েকবার দল থেকে বহিষ্কার হয়েছেন হুমায়ুন কবির।
