ডিএমপির ৪ কর্মকর্তার পদায়ন
বাংলা পোস্ট ডেস্ক
ছবি- সংগৃহীত
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পুলিশ পরিদর্শক (নি.) পদমর্যাদার চারজন কর্মকর্তাকে গোয়েন্দা বিভাগে পদায়ন করা হয়েছে।
পদায়নকৃত কর্মকর্তারা হলেন- বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ তাসলিমা আক্তার, দারুসসালাম থানার অফিসার ইনচার্জ রকিব উল হোসেন, মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. সাজ্জাদ রুমন ও বনানী থানার অফিসার ইনচার্জ মো. রাসেল সরোয়ার।
তাদের প্রত্যেককে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগে পদায়ন করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, এনডিসি স্বাক্ষরিত এক আদেশে এই পদায়ন করা হয়।
