ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেবে চীন

Bangla Post Desk
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত:০৫ ডিসেম্বর ২০২৫, ০২:০৬ পিএম
ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেবে চীন
চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি- সংগৃহীত

গাজা উপত্যকার মানবিক বিপর্যয় মোকাবিলা ও পুনর্গঠনে সহায়তার লক্ষ্যে ফিলিস্তিনি কর্তৃপক্ষকে ১০ কোটি ডলার মানবিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে চীন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ফিলিস্তিন অথরিটি (পিএ) এক বিবৃতিতে এ তথ্য জানায়

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এক চিঠিতে লিখেছেনফিলিস্তিনের ন্যায্য অধিকার সমর্থন এবং পশ্চিম তীর ও গাজায় ইসরায়েলি দখলদারিত্ব হ্রাসে চীনের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

ওয়াফা সংবাদ সংস্থা জানায়, বেইজিংয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে শি জিনপিং এই সহায়তা ঘোষণা করেন।

সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনি সংকটের একটি ন্যায়সংগত, টেকসই ও সর্বসম্মত সমাধান নিশ্চিত করতে ফ্রান্সের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি।

গত সেপ্টেম্বর নিউইয়র্কে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে একটি উচ্চপর্যায়ের সম্মেলনে সহ-সভাপতিত্ব করেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ। দ্বিরাষ্ট্র সমাধান ও ফিলিস্তিনি রাষ্ট্র স্বীকৃতির পক্ষে আন্তর্জাতিক সমর্থন জোরদারের লক্ষ্যেই সে বৈঠক অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলার পর গাজায় বৃহৎ আকারের সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। দীর্ঘ যুদ্ধ ও তীব্র বোমাবর্ষণে এখন পর্যন্ত প্রায় ৭০ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে ফিলিস্তিনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু।

সূত্র রয়টার্স