উন্নত দেশেও গেল না ভারতীয়দের ‘খোলা মাঠে মলত্যাগের অভ্যাস’; ভিডিও ভাইরাল
নিজ দেশের ঐতিহ্যকে বিদেশেও ধরে রাখছেন ভারতীয়রা! হ্যাঁ, উন্নত দেশ অস্ট্রেলিয়ার অ্যাডিলেডেও সেই পুরোনো অভ্যাস ত্যাগ করতে পারেননি এক ভারতীয়। প্যারা হিলস এলাকায় প্রকাশ্যে মলত্যাগের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির বৃহস্পতিবারের (২৭ নভেম্বর) প্রতিবেদন অনুযায়ী, স্থানীয়দের হাতে ভারতীয়দের সেই ‘খোলা মাঠের ক্লাস’ শেষমেশ ধরা পড়ল। যে দেশ মহাকাশে রকেট পাঠায়, আর দাবি করে তারা ‘বিশ্বগুরু’ হতে চলেছে—সেই দেশের নাগরিকরাই যে এখনো শৌচালয়ের বদলে ঝোপঝাড়কে প্রথম পছন্দ হিসেবে বেছে নেন, তা আরও একবার প্রমাণিত হলো।
ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, স্থানীয় বাসিন্দা কার্টার ওই ভারতীয় ব্যক্তিকে একটি বাড়ির সামনে ঝোপের কাছে বসে থাকতে দেখে প্রশ্ন করেন, ‘আপনি কী করছেন?’ ভারতে হয়তো ‘কিছু না, কেবল প্রস্রাব করছিলাম’ বলে পার পাওয়া যায়, কিন্তু অস্ট্রেলিয়ায় সেই কৌশল খাটেনি। লোকটি তড়িঘড়ি প্যান্ট টেনে তুলে নিজেকে আড়াল করার চেষ্টা করলেও কার্টার তাকে ধরতেই পারেন।
কার্টার উত্তেজিত হয়ে ব্যক্তিকে ধমক দেন এবং ভারতীয়দের এই ‘উন্নত’ অভ্যাসের ওপর ক্ষোভ প্রকাশ করে পায়ের কাছে মাটি ছুড়ে মারেন। পরে তিনি ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ব্যঙ্গের সুরে লেখেন, ‘এটাই কি এখন স্বাভাবিক হয়ে গেছে? মহাকাশচারীরাও কি এখন চাঁদের মাটিতে বসে এই কাজ করবেন?’
ভারতের মতো এখানে ব্যাপারটা কেবল ‘ভদ্রতা’র প্রশ্ন নয়। অস্ট্রেলিয়ার বেশিরভাগ রাজ্যেই জনসমক্ষে প্রস্রাব বা মলত্যাগ আইনত নিষিদ্ধ এবং বেশ কয়েকটি ধারায় শাস্তিযোগ্য অপরাধ।
এনডিটিভি জানিয়েছে, দক্ষিণ অস্ট্রেলিয়ায় এই কাজের জন্য অভিযুক্তকে সর্বোচ্চ প্রায় ২৫০ ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ৩০ হাজার টাকা) পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে। অর্থাৎ, ভারতে যে কাজটি ‘স্বাভাবিক’ বা ‘ঐতিহ্য’, উন্নত দেশে সেই একই কাজের জন্য পকেট থেকে মোটা টাকা খসাতে হবে।
এই ঘটনা আবারও প্রমাণ করে দিল, অবকাঠামো এবং প্রযুক্তিগত উন্নতি যত দ্রুতই হোক না কেন, অভ্যাস আর মানসিকতার উন্নতি আসতে বোধহয় আরও কয়েকটা ‘সচ্ছ ভারত অভিযান’ লাগবে।
