হংকংয়ের ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৪৪
হংকংয়ে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ জনে। এছাড়া আহতদের ভেতর আরও ৪৫ জনের অবস্থা আশঙ্কাজনক।
সংবাদমাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।
এছাড়া এখনও ২৭৯ জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
হংকংয়ে গেল ১৭ বছরের ভেতর এমন ভয়াবহ অগ্নিকাণ্ড আর সংঘটিত হয়নি। এ ঘটনায় ভুল ব্যবস্থাপনার দায়ে ইতোমধ্যেই দুই জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে দুজন একটি নির্মাণ প্রতিষ্ঠানের পরিচালক এবং একজন প্রকৌশল পরামর্শক।
বুধবার স্থানীয় সময় দুপুর ২টা ৫১ মিনিটে উত্তর হংকংয়ের তাই পো এলাকার ওয়াং ফুক কোর্ট আবাসিক কমপ্লেক্সে আগুনের সূত্রপাত হয়। আগুনের তীব্রতা বাড়তে থাকায় বিকেল ৩টা ৩৪ মিনিটে এটিকে সর্বোচ্চ মাত্রার সতর্কতা ‘লেভেল ফাইভ’ অ্যালার্ম হিসেবে ঘোষণা করা হয়।
আগুন লাগার কারণ এখনও তদন্তাধীন। তবে পুলিশ জানিয়েছে, সংস্কারকাজের জন্য ভবনটির জানালাগুলো দাহ্য পলিস্টাইরিন বোর্ড দিয়ে বন্ধ করা ছিল, যা আগুন দ্রুত ছড়িয়ে পড়তে সহায়তা করতে পারে। এছাড়া ভবনগুলোর বাইরে লাগানো বাঁশের মাচার (স্ক্যাফোল্ডিং) মাধ্যমে আগুন দ্রুত পাশের ভবনগুলোতেও ছড়িয়ে পড়ে বলে কর্তৃপক্ষ ধারণা করছে।
খবর পেয়ে ৭০০ জনের বেশি দমকলকর্মী ও জরুরি উদ্ধারকর্মী আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারের চেষ্টা চালান।
