হংকং ট্রাজেডি
সব পুড়িয়ে অবশেষে নিভল আগুন, নিহত বেড়ে ৯৪
হংকংয়ে আবাসিক কমপ্লেক্সের আগুন নিভল অবশেষে। তবে ভয়াবহ সেই অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে প্রায় সবকিছুই। সব কিছু পোড়ানো শেষ করে দুই দিন পর পুরোপুরি নিভেছে আগুন।
ভয়াবহ সেই অগ্নিকাণ্ডের ঘটনায় পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর মিছিল। এক দিনের ব্যবধানে ৪৪ জন থেকে নিহতের সংখ্যা গিয়ে ঠেকেছে ৯৪ জনে। আহত হয়েছেন অন্তত ৭৬ জন। এদের ভেতর ১১ জন অগ্নি নির্বাপক কর্মীও রয়েছেন।
শুক্রবার (২৮ নভেম্বর) ভোরে সর্বশেষ আপডেটে এ তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস।
জানা গেছে, আগুন কমপ্লেক্সটির আটটি ব্লকে ছড়িয়ে পড়েছিল। ভবনগুলোর সংস্কারকাজের জন্য তৈরি করা বাঁশের মাচা এবং প্লাস্টিকের জালের কারণে আগুন দ্রুত ভয়াবহ রূপ নেয় এবং ঘণ্টার পর ঘণ্টা জ্বলতে থাকে।
এছাড়া, সেখানে থাকা দাহ্য পদার্থের কারণে আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ে পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যায়। নিহতদের মধ্যে ৩৭ বছর বয়সী একজন দমকলকর্মীও রয়েছেন।
বর্তমানে কমপ্লেক্সের আগুন প্রায় নিভিয়ে ফেলা হলেও ভবনগুলো ভস্মীভূত স্তূপে পরিণত হয়েছে। এখনো যারা নিখোঁজ রয়েছেন, তাদের খুঁজে বের করতে পুড়ে যাওয়া ভবনগুলোর ভেতরে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।
কর্তৃপক্ষ এই বিপর্যয়কর অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। নির্মাণকাজের অংশ হিসেবে ভবনগুলোকে ঘিরে থাকা বাঁশের মাচা ও প্লাস্টিকের জালও তদন্তের আওতায় রাখা হয়েছে।
হংকংয়ের দুর্নীতি দমন সংস্থাও আবাসিক কমপ্লেক্সটির সংস্কারকাজ নিয়ে আলাদাভাবে তদন্ত শুরু করার কথা জানিয়েছে। এর আগে পুলিশ জানায়, আগুন লাগার স্থানে অসাবধানতাবশত ফোমের প্যাকেজিং ফেলে রাখার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
