ইমরান খানের বেঁচে থাকার প্রমাণ পাচ্ছে না পরিবার

Bangla Post Desk
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত:২৮ নভেম্বর ২০২৫, ০৩:৩৮ পিএম
ইমরান খানের বেঁচে থাকার প্রমাণ পাচ্ছে না পরিবার
ছবি : সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীর জীবিত থাকার কোনো প্রমাণ পাচ্ছে না তার পরিবার। তিনি আর বেঁচে নেই বলে শঙ্কা প্রকাশ করেছেন ইমরান খানের ছেলে কাসিম খান।

ইমরান খানের মৃত্যুর সংবাদটি গণমাধ্যমে চাউড় হওয়ার পর থেকেই তার পরিবারের কাউকে যোগাযোগ এবং দেখা করতে দেয়া হচ্ছে না বলে দাবি সাবেক এই প্রধানমন্ত্রীর ছেলের।

স্থানীয় গণমাধ্যমকে কাসিম বলেন, ‘বাবা টানা ৮৪৫ দিন ধরে কারাগারে আছেন। গত ছয় সপ্তাহ ধরে তাকে একা একটি ‘ডেথ সেলে’ রাখা হয়েছে। কোনো পরিবার সদস্য তাকে দেখতে পারছেন না। এমনকি আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও জেল কর্তৃপক্ষ কাউকে সাক্ষাৎ করতে দিচ্ছে না।’

এদিকে পরিষ্কার ও স্পষ্ট বিবৃতির দাবির পাশাপাশি সরকারের এমন স্বেচ্ছ্বাচারিতার তীব্র প্রতিবাদ করছে পিটিআই নেতারাও।

খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহাইল আফ্রিদি টানা অষ্টমবার ইমরান খানের সঙ্গে দেখা করতে ব্যর্থ হন। গত ২৭ নভেম্বর তিনি আদিয়ালা জেলের কাছে ধর্ণা দিয়েছিলেন। পুলিশ তাকে ও পিটিআই কর্মীদের জেল ফটকে পৌঁছাতে দেয়নি।

আফ্রিদি বলেন, ‘আদালতের আদেশ মানা হচ্ছে না। ২.৫ কোটি মানুষের’ প্রতিনিধিকে কেন আটকানো হচ্ছে। তিনি অভিযোগ করেন, খানের বোন, আইনজীবী ও চিকিৎসকদেরও ঢুকতে দেওয়া হচ্ছে না।’

যদিও আদিয়ালা জেল কর্তৃপক্ষ সব অভিযোগ অস্বীকার করেছে। তারা বলেছে, সামাজিক মাধ্যমে ছড়ানো খবর ‘ভিত্তিহীন’। কর্তৃপক্ষ জানায়, ইমরান খান ‘পুরোপুরি সুস্থ’ আছেন এবং তাকে কোথাও সরানো হয়নি। তাদের দাবি, কোনো জরুরি চিকিৎসা বা বিপজ্জনক অবস্থা তৈরি হয়নি।