খালেদা জিয়ার জন্য দোয়া চাইলেন মির্জা ফখরুল

Bangla Post Desk
বাংলাপোস্ট প্রতিবেদক ঢাকা
প্রকাশিত:২৮ নভেম্বর ২০২৫, ০৭:৪৮ পিএম
খালেদা জিয়ার জন্য দোয়া চাইলেন মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, চেয়ারপারসন যেন সুস্থ হয়ে দেশের মানুষের সেবা করতে পারেন এ জন্য সবাই তার জন্য দোয়া করুন।

শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে খালেদা জিয়ার রোগমুক্তি উপলক্ষে দোয়া মোনাজাত শেষে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, গত দুইদিন ধরে খালেদা জিয়া আবার অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। গতকাল (বৃহস্পতিবার) রাতেই ডাক্তাররা বলেছেন, তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়।

তিনি আরও বলেন, বাংলাদেশে গণতন্ত্রের জন্য সবচেয়ে বড় অবদান খালেদা জিয়ার। দেশের জন্য নির্যাতন, সংগ্রাম, কারাভোগ করেছেন তিনি।

এ সময়, খালেদা জিয়ার সুস্থতা কামনা করে জনগণের কাছে দোয়া প্রার্থনা করেন বিএনপি মহাসচিব।

এদিকে, দলটির পক্ষ থেকে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শুক্রবার বাদ জুমা সারাদেশে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বর্তমানে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড ও দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন

গত (২৩ নভেম্বর) রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানের বাসা ফিরোজা থেকে তাকে এভারকেয়ার নেওয়া হয়

৮০ বছর বয়সি খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন

গত ১৫ অক্টোবরও একদিনের জন্য একই হাসপাতালে ভর্তি ছিলেন খালেদা জিয়াসে সময়ও তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়