১২ ঘণ্টায় দুবার ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

Bangla Post Desk
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত:২৭ নভেম্বর ২০২৫, ০১:১৫ পিএম
১২ ঘণ্টায় দুবার ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া
ছবি: বাংলাপোস্ট

এক দিনে ১২ ঘণ্টার ব্যবধানে দুইবার ভূমিকম্পে কেপে উঠলো ইন্দোনেশিয়া। বুধবার (২৬ নভেম্বর) রাত ১২টায় ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেলা ১১টা ৫৬ মিনিটে ফের আঘাত হেনেছে ৬ দশমিক ৩ মাত্রার এক ভূমিকম্প।

বৃহস্পতিবার সকালে আঘাত হানা ভূমিকম্পটির উৎপত্তিস্থল দেশটির নানগ্রো আচেহ দারুসালাম প্রদেশ থেকে ৬৩ কিলোমিটার দূরে। মাটির মাত্র ১০ কিলোমিটার গভীরে এর উৎপত্তি।

এর আগে বুধবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ১২টায় দেশটির নর্থ সুলাওয়েসি অঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়।

ইউএস জিওলজিকাল সার্ভের (ইউএসজিএস) তথ্য মতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নর্থ সুলাওয়েসির তন্দানোর ২৯ কিলোমিটার দক্ষিণে। আর এর গভীরতা ছিল ১২০.৯ কিলোমিটার।