জাহানারা ইস্যুতে এবার মুখ খুললেন মাশরাফি

Bangla Post Desk
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত:০৭ নভেম্বর ২০২৫, ০৮:২১ পিএম
জাহানারা ইস্যুতে এবার মুখ খুললেন মাশরাফি
ছবি- সংগৃহীত

জাতীয় দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জু ও নারী বিভাগের সাবেক ইনচার্জ প্রয়াত তৌহিদ মাহমুদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম

ঘটনার পর থেকেই উত্তাল ক্রিকেটপাড়া। বিসিবি ইতোমধ্যেই জানিয়েছে, অভিযোগের বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। গঠন করা হবে তদন্ত কমিটিও।

এবার জাহানারার অভিযোগ প্রসঙ্গে মুখ খুললেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

এর আগে বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ওপেনার তামিম ইকবাল এই টাইগ্রেস পেসারের ঘটনায় বিসিবির বাইরে স্বাধীন তদন্ত কমিটি গঠন এবং আরও এমন ভুক্তভোগীদের সাহস নিয়ে সামনে আসার বার্তা দিয়েছেন

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মাশরাফি লিখেছেন, বাংলাদেশের ক্রিকেট ও গোটা ক্রীড়াঙ্গনের স্বার্থে জাহানারা আলমের প্রতিটি অভিযোগ বিসিবি গুরুত্ব দিয়ে দেখবে আশা করি।

আশা করি, বিসিবির তদন্ত কমিটি পুরোপুরি প্রভাবমুক্ত থেকে কাজ করবে এবং অভিযোগের সত্যতা পেলে দায়ীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিশ্চিত করবে, যেন এসবের পুনরাবৃত্তি আর কখনো না হয়।

পোস্টের শেষেনিরাপদ ক্রীড়াঙ্গন গড়ার আহ্বানও জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেটের সফলতম অধিনায়ক