1. হোম
  2. বিনোদন

‘মাইকের সামনে বেশি কিছু বলতে পারি না’

Bangla Post Desk
বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৫, ০৪:৫১ পিএম
‘মাইকের সামনে বেশি কিছু বলতে পারি না’
অভিনেতা বাপ্পারাজ। ছবি- সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজ বলেছেন, জনসমক্ষে মাইকের সামনে দাঁড়ালে তিনি কিছুটা জড়তা অনুভব করেন।

সম্প্রতি একটি সিনেমার অনুষ্ঠানে তিনি এ কথা জানান এবং তরুণ অভিনেতা সিয়াম আহমেদ ও নতুন চলচ্চিত্র রাক্ষস-এর পুরো টিমের প্রশংসা করেন।

বাপ্পারাজ বলেন, আমি আসলে মাইকের সামনে বেশি কিছু বলতে পারি না, প্যাঁচ খেয়ে যাই। তবে বলতে চাই, হৃদয়, সুমি, আজিজ ভাইআপনাদের টিম চমৎকার। তাদের সঙ্গে কাজের অভিজ্ঞতা অসাধারণ

তিনি সিয়াম আহমেদকে ছোট ভাই সম্বোধন করে বলেন, সে একজন চমৎকার মানুষ এবং দারুণ অভিনেতা।রাক্ষস সিনেমার জন্য বাপ্পারাজ দর্শকদের শুভকামনা জানান এবং টিমের পাশে থাকার আহ্বান জানান।

তিনি আরও বলেন, দর্শকদের ভালোবাসা ও মূল্যায়ন আমাদের জন্য ভীষণ প্রয়োজন। অনুপ্রেরণা আর সহযোগিতা পেলে আমাদের কাজ আরও ভালোভাবে উপস্থাপন করতে পারি

বিপি/ এএস