জনপ্রিয় রিয়েলিটি শো ‘লাজাওয়াল ইশক’ সরিয়ে দিল ইউটিউব
পাকিস্তানে প্রথম উর্দু রিয়েলিটি শো ‘লাজাওয়াল ইশক’—যার ইংরেজি নাম ‘ইটার্নাল লাভ’—ইউটিউব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। দেশটিতে ইউটিউবে এই অনুষ্ঠানটি সম্প্রতি বন্ধ করে দেওয়া হলেও, অন্য কয়েকটি দেশ থেকে শো-টি এখনো দেখা যাচ্ছে। ইউটিউব থেকে সরানোর আগে শোটির ৫০টি পর্ব প্রচারিত হয়।
ব্রিটিশ জনপ্রিয় রিয়েলিটি শো ‘লাভ আইল্যান্ড’-এর আদলে তৈরি পাকিস্তানের এই শো-টি স্থানীয় বিনোদন জগতে সাধারণত এড়িয়ে যাওয়া সীমারেখা অতিক্রম করেছিল।
শোটির ইনস্টাগ্রাম পেজে দেওয়া এক পোস্টে বলা হয়, ‘রাজনৈতিক কারণে আমাদের অনুষ্ঠানটি হয়তো পাকিস্তানে দেখা যাবে না।’
একই সঙ্গে পাকিস্তানের দর্শকদের অনুষ্ঠানটি দেখতে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন) ব্যবহারের পরামর্শও দেওয়া হয়।
শোটি কেন স্থগিত করা হয়েছে—এ বিষয়ে অবশ্য ইউটিউব কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কোনো জবাব দেয়নি।
শোটির ট্রেলারে দেখা যায়, অভিনেত্রী ও উপস্থাপক আয়েশা ওমর সাদা পোশাকে ভিলায় প্রবেশ করছেন। সেখানে প্রতিযোগীরা নিজেদের পছন্দমতো সঙ্গী বেছে নেন এবং ১০০ পর্বজুড়ে পারস্পরিক সামঞ্জস্য পরীক্ষা করেন।
উর্দু ভাষার এ অনুষ্ঠানটি বেশ জনপ্রিয়তা পায়; প্রথম ট্রেলারই দুই মিলিয়নের বেশি ভিউ অর্জন করে।
অনলাইনে ব্যাপক আলোচনার মধ্য দিয়ে দেশটির তরুণ, ডিজিটালি সংযুক্ত দর্শকগোষ্ঠী এবং পরিবর্তিত মূল্যবোধ নিয়ে উদ্বিগ্ন ঐতিহ্যবাদী নিয়ন্ত্রকদের মধ্যে ক্রমবর্ধমান বিভাজন স্পষ্ট হয়ে ওঠে।
এদিকে, পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি (পেমরা)-তে একটি আবেদনও করা হয়, যেখানে শোটির ওপর নিষেধাজ্ঞা চাওয়া হয়। আবেদনে দাবি করা হয়, অবিবাহিত নারী-পুরুষকে একসঙ্গে বসবাস করতে দেখানোয় অনুষ্ঠানটি দেশের ‘ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের পরিপন্থি’।
পেমরা স্বীকার করেছে যে ‘ইটার্নাল লাভ’ নিয়ে তারা ‘বিপুল সংখ্যক অভিযোগ’ পেয়েছে।
তবে সংস্থাটি জানিয়েছে, ডিজিটাল প্ল্যাটফর্মের ওপর তাদের কোনো এখতিয়ার নেই।
পেমরা আবেদনকারীদের পাকিস্তান টেলিকমিউনিকেশন অথরিটির কাছে যাওয়ার পরামর্শ দিয়েছে- যারা কিনা অনলাইন কনটেন্ট তদারক করে। তবে বিষয়টি নিয়ে তারা কোনো মন্তব্য করেনি। সূত্র: এএফপি
