মেসি-শুভশ্রীর ছবি দেখেই উত্তেজিত হয়ে ওঠে দর্শক
আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসির আগমনকে কেন্দ্র করে শনিবার কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। টিকিট কেটে ভোররাত থেকে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও অনেক দর্শক মেসিকে এক নজর দেখতে না পেয়ে অসন্তোষ প্রকাশ করেন। বিশৃঙ্খলা রোধে মাঠজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়।
এই উত্তেজনার মাঝেই টালিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী সামাজিকমাধ্যমে মেসির সঙ্গে একটি ছবি পোস্ট করেন, যা পরে ট্রোলিং এবং সমালোচনার ঝড় তুলেছে।
শুভশ্রী শনিবার টালিউড ইন্ডাস্ট্রির প্রতিনিধি হিসেবে আমন্ত্রিত ছিলেন এবং নির্ধারিত সময়ে যুবভারতীতে পৌঁছে লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের সঙ্গে দেখা করেন। তিনি ফটোশিকারিদের সামনে হাসিমুখে পোজ দেন এবং পরে সেই ছবি সামাজিকমাধ্যমে শেয়ার করেন।
কিন্তু অনেক মেসিভক্তের অভিযোগ, জনতার ভিড় ও অসুবিধার সময় এই ছবি পোস্ট করা অনুচিত ছিল। অনেকে মন্তব্য করেন, ‘টাকার বিনিময়ে সুবিধা নেওয়া হচ্ছে’ বা ‘সঠিক সময়ের মূল্য বুঝতে হবে।’
এছাড়া কিছু সমালোচক অভিনেত্রীকে প্রশ্ন করেন, তিনি ফুটবল বোঝেন কি না।
সূত্রের বরাত দিয়ে জানা গেছে, মেসি নির্ধারিত সময়ে যুবভারতী স্টেডিয়ামে পৌঁছান। তবে ভিড় ও নিরাপত্তার কারণে তিনি কার্যত আড়ালে ছিলেন। গ্যালারির দিকে হাত নাড়লেও বহু দর্শক তা দেখতে পাননি। পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আশঙ্কায় নির্ধারিত সময়ের আগেই মেসিকে মাঠ থেকে বের করে নেওয়া হয়।
বিপি/ এএস
