লাক্স স্টাইল অ্যাওয়ার্ড পেলেন যেসব তারকা
সম্প্রতি করাচির ঐতিহাসিক মোহাট্টা প্যালেস আলোকোজ্জ্বল হয়ে ওঠে লাক্স স্টাইল অ্যাওয়ার্ডস ২০২৫-এর আয়োজনে। চলচ্চিত্র, টেলিভিশন, ফ্যাশন ও ডিজিটাল কনটেন্টে সেরা অর্জনগুলোকে উদযাপন করতেই এই জমকালো অনুষ্ঠান।
তারকাবহুল এই আয়োজনে বছরের সেরা চলচ্চিত্র অভিনেতা হিসেবে সম্মানিত হন সামার জাফরি ও ইউমনা জাইদি। নাটক বিভাগে ফাহাদ মুস্তাফা ও হানিয়া আমির নিজ নিজ ঝুলিতে যোগ করেন বড় অর্জন—কভি মেঁ কভি তুম নাটকের জন্য যথাক্রমে সেরা অভিনেতা (পুরুষ) ও সেরা অভিনেত্রী (নারী) পুরস্কার।
এই গ্ল্যামারাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ফাহাদ মুস্তাফা, হিবা বুখারি, ইকরা আজিজ, হানিয়া আমির, মায়া আলি, ইমরান আশরাফ, সানাম সাঈদ, কোমাল মীর, ফারহান সাঈদ, তালহা আনজুমসহ আরও অনেক তারকা।
চলচ্চিত্র ও টিভিতে শীর্ষ সম্মান
ফিল্ম অব দ্য ইয়ার: কাত্তার করাচি
বর্ষসেরা চলচ্চিত্র অভিনেতা (পুরুষ): সামার জাফরি — না বালিগ আফরাদ
বর্ষসেরা চলচ্চিত্র অভিনেত্রী (নারী): ইউমনা জাইদি — নায়াব
বর্ষসেরা চলচ্চিত্র পরিচালক: উমাইর নাসির আলি — নায়াব
বর্ষসেরা নাটক: কভি মেঁ কভি তুম
সেরা অভিনেতা (পুরুষ), নাটক: ফাহাদ মুস্তাফা — কভি মেঁ কভি তুম
সেরা অভিনেত্রী (নারী), নাটক: হানিয়া আমির — কভি মেঁ কভি তুম
নাটকে বর্ষসেরা উদীয়মান প্রতিভা: খুশহাল খান — দুনিয়া পুর
বর্ষসেরা টিভি পরিচালক: সাইফে হাসান — জর্দ পাট্টন কা বুন
বর্ষসেরা টিভি নাট্যকার: মুস্তাফা আফ্রিদি — জর্দ পাট্টন কা বুন
সেরা এনসেম্বল নাটক: জর্দ পাট্টন কা বুন
বর্ষসেরা টিভি নাটক: খাইয়ে
সেরা মৌলিক সাউন্ডট্র্যাক: কভি মেঁ কভি তুম
সেরা দীর্ঘমেয়াদি টিভি সিরিয়াল: বেবি বাজি কি বহুইন
ইমরান আশরাফের হাত থেকে সেরা অভিনেত্রী (নাটক) পুরস্কার গ্রহণ করছেন হানিয়া আমির। — লাক্স অ্যাওয়ার্ডস
সংগীত, ডিজিটাল ও ফ্যাশন বিভাগ
অনুষ্ঠানে পাকিস্তানের সাংস্কৃতিক অঙ্গনে পরিবর্তন আনা উদীয়মান ডিজিটাল কনটেন্ট নির্মাতা ও শিল্পীদেরও বিশেষভাবে তুলে ধরা হয়।
বর্ষসেরা গান: জোল — কোক স্টুডিও
বর্ষসেরা সংগীত প্রযোজক: আব্বাস আলি খান — মেরা সারা তু
বর্ষসেরা শিল্পী: হামজা মালিক ফিট. লাইবা খুররম — লোকো
বর্ষসেরা উদীয়মান শিল্পী: জুনায়েদ কামরান সিদ্দিকি — সাদা আশনা
বর্ষসেরা ডিজিটাল বিউটি ইনফ্লুয়েন্সার: হিরা ফয়সাল
বর্ষসেরা ডিজিটাল ট্রেন্ডসেটার: আইদাহ শেখ
বর্ষসেরা ডিজিটাল কনটেন্ট: রন অ্যান্ড কোকো
‘ফ্যাশন বিভাগে’
ফ্যাশন বিভাগে নবাগত ও প্রতিষ্ঠিত—উভয় ধারার তারকাদেরই স্বীকৃতি দেওয়া হয়।
বর্ষসেরা ফ্যাশন মডেল (পুরুষ): ইয়াসির দার
বর্ষসেরা ফ্যাশন মডেল (নারী): এরিকা রবিন
বর্ষসেরা ফ্যাশন ব্র্যান্ড (প্রেট): এইচএসওয়াই
ফ্যাশনে বর্ষসেরা উদীয়মান প্রতিভা: মুহাম্মদ আলি (ফটোগ্রাফার) ও ইয়াসুব রহমান (মডেল)
বর্ষসেরা ফ্যাশন ফটোগ্রাফার: আয়াজ আনিস খান
বর্ষসেরা ফ্যাশন স্টাইলিস্ট: হাফসা ফারুক
বর্ষসেরা মেকআপ আর্টিস্ট: আরশাদ খান
গ্ল্যামার ও স্বীকৃতির এক রাত
লাক্স চেঞ্জ মেকার্স অ্যাওয়ার্ড: সুলতানা সিদ্দিকি
ইউনিলিভার চেয়ারম্যানস লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড: আবিদা পারভিন
২০২৫ সালের লাক্স স্টাইল অ্যাওয়ার্ডস শুধু পাকিস্তানের সবচেয়ে বড় তারকাদের একত্র করেনি, বরং বিনোদন শিল্পজুড়ে দেশের সৃজনশীল বিবর্তনকেও স্পষ্টভাবে তুলে ধরেছে।
ব্যতিক্রমী পারফরম্যান্স ও নতুন সাফল্যের মধ্য দিয়ে এই রাত পাকিস্তানের বিনোদন অঙ্গনের ইতিহাসে আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে রইল।
