কলকাতায় মেসির সঙ্গে ফ্রেমবন্দি শাহরুখ পুত্র

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:১৩ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৫ পিএম
কলকাতায় মেসির সঙ্গে ফ্রেমবন্দি শাহরুখ পুত্র
মেসির সঙ্গে ফ্রেমবন্দি শাহরুখ খান ও আব্রাম খান। ছবি : সংগৃহীত
ফুটবল কিংবদন্তি লিওনেল মেসির সঙ্গে ছবি তোলার বিশেষ সুযোগ পেলেন বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছোট ছেলে আব্রাম খান। বাবার সঙ্গে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে হাজির হয়ে নিজের প্রিয় ফুটবল তারকাকে কাছ থেকে দেখার পাশাপাশি তার সঙ্গে ক্যামেরাবন্দিও হন আব্রাম।

শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতেই কলকাতায় পৌঁছান লিওনেল মেসি। সে সময় শাহরুখ খানের সঙ্গে শহরে আসেন তার ছোট ছেলে আব্রাম। পরদিন শনিবার সল্টলেক স্টেডিয়ামে মেসির সংবর্ধনা অনুষ্ঠানে বাবার হাত ধরে হাজির হয় আব্রাম। সেখানেই নিজের স্বপ্নের তারকার সঙ্গে ছবি তোলার সুযোগ পায় সে। ছেলের এই বিশেষ মুহূর্তটি নিজেই ক্যামেরাবন্দি করেন শাহরুখ খান।

জানা গেছে, প্রায় ৩০ মিনিট সল্টলেক স্টেডিয়ামে অবস্থান করেন মেসি। তবে দর্শকদের ভিড় দ্রুত বেড়ে যাওয়ায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় দ্রুত মাঠ ছাড়েন তিনি।

মেসির পাশাপাশি আর্জেন্টাইন তারকা লুইস সুয়ারেজ ও রদ্রিগো ডি পলের সঙ্গেও একাধিক ছবি তুলতে দেখা যায় আব্রামকে। ফুটবল তারকাদের সঙ্গে আলাপচারিতায় মগ্ন ছিল জুনিয়র খান। ছেলের এই আনন্দঘন মুহূর্ত উপভোগ করতে দেখা যায় বাবা শাহরুখ খানকেও।

উল্লেখ্য, ২০১১ সালের পর এটিই লিওনেল মেসির প্রথম ভারত সফর। এর আগে ওই বছর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে একটি প্রীতি ম্যাচে অংশ নিয়েছিলেন তিনি। সেই ম্যাচে আর্জেন্টিনা দল ভেনেজুয়েলাকে ১-০ গোলে পরাজিত করে।
 
বিপি/আইএইচ