Daily Bangla Post
  1. হোম
  2. জাতীয়

সাংবাদিক আনিস আলমগীর গ্রেপ্তার

Bangla Post Desk
নিজস্ব প্রতিবেদক
ঢাকা
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৫, ০৩:৫০ পিএম
সাংবাদিক আনিস আলমগীর গ্রেপ্তার
আনিস আলমগীর। ছবি- সংগৃহীত

সাংবাদিক আনিস আলমগীর ও অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ চারজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে উত্তরা পশ্চিম থানায় দায়ের করা অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। এ মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেফতার দেখানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম।

তিনি জানান, উত্তরা পশ্চিম থানায় দায়ের হওয়া মামলায় ডিবি হেফাজতে থাকা সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেফতার দেখানো হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা থানা থেকে এসে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করবেন। পরে তাকে আদালতে সোপর্দ করা হবে।

ডিএমপি সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে অভিযোগ দায়ের করেন। অভিযোগে সাংবাদিক আনিস আলমগীর ও অভিনেত্রী মেহের আফরোজ শাওন ছাড়াও আরও দুজনের নাম উল্লেখ করা হয়।

অভিযোগে নাম থাকা অপর দুই ব্যক্তি হলেন মডেল মারিয়া কিসপট্টা এবং ইমতু রাতিশ ইমতিয়াজ।

পুলিশ জানিয়েছে, মামলাটি তদন্তাধীন রয়েছে এবং তদন্তের স্বার্থে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিপি/ এএস