ভোটের মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন মির্জা ফখরুলের স্ত্রী-কন্যা
দেশের রাজনীতিতে এক নতুন আলোচনার জন্ম দিল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পরিবার। তার অনুপস্থিতিতে নির্বাচনি এলাকা ঠাকুরগাঁও-১ আসনে ভোটের মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন সহধর্মিণী রাহাত আরা বেগম এবং ছোট মেয়ে মির্জা শাফারুহ।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নে আয়োজিত এক উঠান বৈঠকে ধানের শীষে ভোট চেয়েছেন মির্জা শাফারুহ।
এদিনই ছিল তার নির্বাচনি মাঠে প্রথম প্রকাশ্য গণসংযোগ, যা স্থানীয় রাজনীতিতে তাৎক্ষণিক মনোযোগ আকর্ষণ করেছে।
সংক্ষিপ্ত বক্তব্যে ফখরুলকন্যা শাফারুহ এলাকার ভোটারদের প্রতি ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। এ সময় তার কণ্ঠে ছিল বাবার প্রতি অকুণ্ঠ সমর্থন ও দলের প্রতি অঙ্গীকারের স্পষ্ট ছাপ।
জেলা মহিলা দলের উদ্যোগে আয়োজিত এ বৈঠকে মির্জা শাফারুহের সঙ্গে ছিলেন বিএনপি মহাসচিবের স্ত্রী রাহাত আরা বেগম এবং জেলা মহিলা দলের নেত্রী ফোরাতুন নেহার প্যারিসসহ স্থানীয় নেতারা।
এর আগে পুরাতন ঠাকুরগাঁও বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত অন্য একটি উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাহাত আরা বেগম। মির্জা ফখরুলের অনুপস্থিতিতে তার স্ত্রী রাহাত আরার উপস্থিতি দলের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে নতুন করে উদ্দীপনা সৃষ্টি করেছে।
এ বিষয়ে জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মামুন উর রশিদ বলেন, কেন্দ্রীয় নেতার অনুপস্থিতিতে তার স্ত্রী ও কন্যার এই সক্রিয় অংশগ্রহণ নেতাকর্মীদের মনোবলকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
