নো মেকআপ লুকে জয়া!

Bangla Post Desk
বিনোদন প্রতিবেদক
প্রকাশিত:১৩ ডিসেম্বর ২০২৫, ১১:০৮ এএম
নো মেকআপ লুকে জয়া!
জয়া আহসান। ছবি- সংগৃহীত

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান মানেই দর্শকদের জন্য বাড়তি আগ্রহ। অভিনয়ের পাশাপাশি তার ফ্যাশন ও ব্যক্তিগত স্টাইল নিয়েও বরাবরই আলোচনায় থাকেন তিনি। বড় পর্দায় যেমন নিজের অভিনয় দিয়ে মুগ্ধ করেন, তেমনি সোশ্যাল মিডিয়ায় তার উপস্থিতিও নজর কাড়ে ভক্তদের।

সম্প্রতি হাতে আপেল ও ভিন্নধর্মী লুক নিয়ে আলোচনায় আসেন এই অভিনেত্রী। পোশাকের নকশা ও স্টাইলিং নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু সমালোচনার মুখেও পড়তে হয় তাকে। এমন পরিস্থিতির মধ্যেই এবার সম্পূর্ণ নো-মেকআপ লুকে হাজির হয়ে নতুন করে দৃষ্টি আকর্ষণ করলেন জয়া।

স্টাইল আইকন হিসেবে পরিচিত জয়া আহসান সাধারণত পরিপাটি ও ফ্যাশনেবল উপস্থিতির জন্য প্রশংসিত হন। তবে এবার তিনি নিজেকে একেবারে স্বাভাবিক, ঘরোয়া রূপে তুলে ধরেছেন ভক্তদের সামনেকোনো সাজগোজ ছাড়াই তার স্বাভাবিক সৌন্দর্য ধরা পড়েছে প্রকাশিত ছবিগুলোতে

শুক্রবার নিজের ফেসবুক পেজে কয়েকটি ছবি শেয়ার করেন অভিনেত্রী। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন—‘শীতদুপুর’। ছবিতে দেখা যায়, দিনের আলোয় রোদমাখা মুখে নো-মেকআপ লুকে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। ঘরোয়া পরিবেশে তোলা এসব ছবিতে জয়ার স্বাভাবিক ও শান্ত জীবনযাপনের ছাপ স্পষ্ট।

 ছবিগুলোতে তার দৈনন্দিন জীবনের কিছু মুহূর্তও ধরা পড়েছে। খাওয়া-দাওয়া, পরিবারের সঙ্গে সময় কাটানো এবং পোষ্যদের সান্নিধ্যে থাকাসব মিলিয়ে বর্তমানে ঘরোয়া সময় বেশ উপভোগ করছেন অভিনেত্রী।

জয়া আহসানের এই পোস্ট ইতোমধ্যেই ভক্তদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। অনেকেই তার স্বাভাবিক, মেকআপবিহীন লুকের প্রশংসা করে মন্তব্য করেছেন।

বিপি/ এএস