কালো শাড়িতে কী বার্তা দিলেন পূর্ণিমা?
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা সামাজিক যোগাযোগমাধ্যমে তার নতুন কিছু ছবি প্রকাশ করেছেন। ১৯৯০-এর দশকের শেষ দিকে অভিনয় জীবন শুরু করা এই নায়িকা দুই দশকেরও বেশি সময় ধরে দর্শকদের মুগ্ধ করে চলেছেন।
বৃহস্পতিবার বিকেলে পূর্ণিমা তার ভেরিফায়েড ফেসবুক পেজে কালো রঙের শাড়িতে সাজানো কিছু ছবি প্রকাশ করেন। ছবিতে তার স্টাইল, মেকআপ ও ফ্যাশন সেন্স দর্শকের নজর কেড়ে নেয়। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ব্ল্যাক ইজ মাই হ্যাপি কালার।’
প্রকাশিত ছবিগুলোর কমেন্ট বক্স ভরে ওঠে ভক্তদের প্রশংসায়। কেউ লিখেছেন, “আপনি আগের মতোই সুন্দর,” কেউ আবার মন্তব্য করেছেন, “বয়স বাড়েনি, দিনে দিনে আরও সুন্দরী হচ্ছেন।”
পূর্ণিমার কেরিয়ারও প্রশংসনীয়। ২০০৩ সালে ‘মনের মাঝে তুমি’ দিয়ে জনপ্রিয়তার শীর্ষে উঠেছিলেন তিনি। ২০০৬ সালে ‘হৃদয়ের কথা’ ছবিতেও তার অভিনয় দর্শক ও সমালোচকদের দারুণ প্রশংসা কুড়ায়। দুই দশকের বেশি সময় ধরে ধারাবাহিকভাবে অভিনয় ও সৌন্দর্য ধরে রাখায় তিনি আজও সমানভাবে প্রাসঙ্গিক।
বিপি/ এএস
