‘আমিও মানুষ, ফেরেশতা নই’
পাকিস্তানের টিভি ব্যক্তিত্ব, মর্নিং শো সঞ্চালক ও সাবেক অভিনেত্রী নিদা ইয়াসির বলেছেন, ‘আমিও মানুষ, ফেরেশতা নই’। আর মানুষ কখনো কখনো নিজের অনুভূতি বা উদ্দেশ্য ঠিকমতো প্রকাশ করতে ব্যর্থ হয়।
দেশটিতে সম্প্রতি ডেলিভারি-রাইডার নিয়ে বিতর্কের পর তিনি ক্ষমা চেয়ে জানান, ‘ভুল শব্দ ব্যবহার করাই আমার ভুল ছিল’।
অভিনেত্রী বলেন, খাবার ডেলিভারি রাইডারদের নিয়ে তার ‘নেতিবাচক অভিজ্ঞতা’ শেয়ার করার সময়ই মূলত তার ভুলটা হয়েছিল।
নিদা ইয়াসির বলেন, ‘আমার ভুল ছিল যে আমি ভুল শব্দ চয়ন করেছি। দৈনন্দিন কথাবার্তায় এমন ভুল হতেই পারে।’
আবারও বিতর্কের কেন্দ্রে এসে নিদা জানান, তিনি অত্যন্ত দুঃখিত এবং কাউকে আঘাত করার কোনো ইচ্ছে তার ছিল না।
আসলে কী ঘটেছিল?
একটি লাইভ ট্রান্সমিশনে হোম-ডেলিভারি সেবার সমস্যা নিয়ে এক অতিথির সঙ্গে আলোচনা করতে গিয়ে নিদা ডেলিভারি রাইডারদের দোষারোপ করেন। তিনি বলেন, তারা ইচ্ছাকৃতভাবে খুচরা টাকা রাখেন না, যাতে করে গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত টাকা ‘ঠকিয়ে’ নেওয়া যায়।
তার ভাষায়, ‘ফুড-ডেলিভারি রাইডাররা কখনোই খুচরা রাখে না। আপনি চাইলে তাদের বকশিশ দিতে পারেন, কিন্তু যারা মিথ্যা বলে যে খুচরা নেই, তাদের আমি অপেক্ষা করাই, যতক্ষণ না আমার ড্রাইভার খুচরা নিয়ে আসে।’
তিনি একে রাইডারদের ‘শিক্ষা দেওয়ার’ উপায় হিসেবে উপস্থাপন করেন।
তার এই মন্তব্য শুধু সংশ্লিষ্ট খাতের মানুষদেরই ক্ষুব্ধ করেনি, সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক সমালোচনা তৈরি হয়। নেটিজেনরা তাকে অভিযুক্ত করে বলেন, তিনি কম বেতনের গিগ-ওয়ার্কারদের প্রতি সহানুভূতিশীল নন, যারা দীর্ঘ সময় পরিশ্রম করে জীবিকা নির্বাহের চেষ্টা করেন।
অনেকে যুক্তি দেন, নিদার ব্যাখ্যা ভুল ছিল। কারণ ডেলিভারি অ্যাপগুলো অর্ডার করার সময়ই গ্রাহকদের নির্দিষ্ট পরিমাণ টাকা প্রস্তুত রাখতে বলে।
এ নিয়ে অনলাইনে কয়েকদিন ধরে আলোচনা ও সমালোচনা চলার পর অবশেষে নিদা প্রতিক্রিয়া জানান।
তিনি বলেন, তার উদ্দেশ্য কোনোভাবেই কারও অনুভূতিতে আঘাত দেওয়া ছিল না, কিংবা পুরো রাইডার কমিউনিটিকে দোষারোপও করেননি।
নিদা বলেন, ভুলটি হয়েছিল ‘লাইভ শোতে, রেকর্ডেড নয়’, যেখানে প্রসঙ্গটি কেটে দেওয়া বা ব্যাখ্যা করা যেত।
নিদা জানান, তিনি নিজের ‘নেতিবাচক অভিজ্ঞতা’ শেয়ার করেছিলেন মাত্র। তবে স্পষ্ট করে বলা উচিত ছিল যে ‘কিছু রাইডার’ এমন আচরণ করে— সবাই নয়।
তিনি বলেন, ‘আমি কাউকে আঘাত করার জন্য এখানে নেই। আমি পর্দায় যেমন, তেমনই থাকি। আমারও অনুভূতি আছে, অন্য মানুষের মতোই। আমি মানুষ, ফেরেশতা নই, আর কখনো কখনো আমরা যে কথাটি বলতে চাই, তা সঠিক শব্দে প্রকাশ করতে পারি না—ফলে ভুল ব্যাখ্যা হয়।’
তিনি শেষে সরাসরি রাইডারদের কাছে ক্ষমা চেয়ে বলেন, ‘আমি আবারও বলছি, সব রাইডার তেমন নন। এটি ছিল আমার অভিজ্ঞতা এবং আমি কখনোই তাদের সংগ্রাম বা কষ্টকে অস্বীকার করতে চাইনি। দয়া করে আমার ভুলকে ক্ষমা করে দিন।’ সূত্র: জিও নিউজ
